
তোর কাজল লেপ্টে দিব,
আচমকা মুছে দিব, ঠোটের খানিকটা রং ।
ঘামের লবনাক্ততা তোর আঁচলে লাগিয়ে,
খোঁপার বাঁধন খুলে দিয়ে,
দেখবো- এলো চুলে তোর ঢং ।
তোকে হটাৎ জড়িয়ে ধরব
দেখবো; কতটা কাঁপে ঐ বুক ।
অযথা রাগিয়ে দেয়ার বাহানায়,
আমি, চিরকাল উন্মুখ ।
তোর লবনের জারে যত্ন করে
রেখে দিব খানিক চিনি,
ক্যান্ডেল লাইট ডিনারে যাব
তোকে সাজিয়ে নিস একটুখানি ।
প্লিজ- প্লিজ- প্লিজ ॥
প্রতিবার প্রতি ক্ষনে এমন
অবনত চোখে তুই সামনে যখন,
যেন প্রথম দেখায় তোর মাঝে
হারিয়েছি হৃদয়-খানী !
দু-হাত তুলে হাঁটু গেড়ে,
যেন সবাই শুনে ততটা জোড়ে,
বলব তোকে চিৎকার করে
“সখি” হবে কি গো সঙ্গিনী !!
-০-
প্রথম প্রকাশ- প্রেমারণ্য (যৌথ কাব্যগ্রন্থ)
ছবি- সংগ্রহিত
২০টি মন্তব্য
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন,
কেন যেন মনে হলো,
প্লিজ প্লিজ প্লিজ, লাইনটা না দিলেও হতো।
শুভ সকাল সহ শুভ কামনা জানাই
এস.জেড বাবু
ধন্যবাদ ভাই
তিনবার প্লিজ না বললে আমার সখির মন ভরে না।
শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসায় এমন খুনসুটি না থাকলে পানসে লাগবে। খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
এস.জেড বাবু
টক, ঝাল, মিষ্টি
সব স্বাধের সম্পর্ক হওয়া চাই আপু
কৃতজ্ঞতা রইলো
রেহানা বীথি
খুব ভালো লাগলো ভালোবাসাময় কবিতা।
এস.জেড বাবু
অসংখ্য ধন্যবাদ রেহানা’পু
একরাশি হিমেল শুভেচ্ছা।
ইসিয়াক
অসাধারণ লাগলো কবিতাটি ।
শুভকামনা।
এস.জেড বাবু
অশেষ ধন্যবাদ প্রিয় লিখক
ফয়জুল মহী
মুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা অহর্নিশি। ♥♥।
এস.জেড বাবু
শুভেচ্ছা ও শুভকামনা ভাইজান
ভালো থাকবেন
সুরাইয়া পারভীন
আহ্! দারুণ রোমান্টিক কবিতা
ইশ্ ক্যান্ডেল লাইট ডিনারের আহ্বান
তাইলে তো একটু সাজুগুজু করতেই হবে।
এস.জেড বাবু
হাহাহা
এই একটু আলতা, কাজল, লিপষ্টিক এই আর কি
কৃতজ্ঞতা প্রিয় আপু
ছাইরাছ হেলাল
এমন বাহানা একটু লাগে বলেই তো মনে হচ্ছে লেখা পড়ে!
আর এমন বাহানায় বেশি জোড়ে চিৎকার দিতে হবে না মনে হয়।
তা প্রেমারণ্য কী বস্তু তা খোলসা হয়নি কবি।
এস.জেড বাবু
কেউ কি আর বলে দেয় ? বাহানা করার বাহানা খুঁজে নিতে হয়।
ধন্যবাদ ভাইজান
শুভেচ্ছা অশেষ
ত্রিস্তান
তোকে হটাৎ জড়িয়ে ধরব
দেখবো; কতটা কাঁপে ঐ বুক ।
অযথা রাগিয়ে দেয়ার বাহানায়,
আমি, চিরকাল উন্মুখ ।
দেইখেন আবার হার্ট অ্যাটাক না করে বসে হা হা হা 😀
এস.জেড বাবু
করবে না করবে না
নিঃশ্বাসের লাইন ক্লিয়ার।
কৃতজ্ঞতা অশেষ প্রিয় লিখক।
সুপায়ন বড়ুয়া
“তোকে হটাৎ জড়িয়ে ধরব
দেখবো; কতটা কাঁপে ঐ বুক ।
অযথা রাগিয়ে দেয়ার বাহানায়,
আমি, চিরকাল উন্মুখ ।”
লাজ লজ্জায় লুখাবে সে
তোমার বুকে মুখ।
খুব ভালো লাগলো। শুভ কামনা।
এস.জেড বাবু
আসলেই এমনটা হলে সবচেয়ে ভালই হয়।
ধন্যবাদ এ শুভকামনা প্রিয় ভাইজান।
কৃতজ্ঞতা।
অন্বেষা চৌধুরী
ইশ্ কি দারুণ প্রেমের কবিতা
এমন রোমান্টিক কবিতা পাঠে মুগ্ধতা অনিমেষ।
এস.জেড বাবু
পড়ার জন্য এবং মিষ্টি মন্তব্যে অনুপ্রানিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা আপু
শুভেচ্ছা রইলো