ছাইরাছ হেলাল জানুয়ারী ২৪, ২০২০ at ৯:৪২ পূর্বাহ্ন একদম সত্যি, আমরা এক জটিল আবর্তে আছি। পাখিদের দেখলে তা আরও সত্যি মনে হয় বেশি করে।
ইসিয়াক জানুয়ারী ২৪, ২০২০ at ৯:৪৫ পূর্বাহ্ন সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও শুভকামনা জানবেন ভাইয়া। ভালো থাকুন সবসময় ।
কামাল উদ্দিন জানুয়ারী ২৪, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ন পাখির মতো স্বাধীনতা পেলে সত্যিই বেশ হতো, এটাকে আমরা ডাকি ইস্টিকুটুম পাখি বলে।
ত্রিস্তান জানুয়ারী ২৪, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ন সত্যিই মানব জীবন বড়ই অদ্ভুত। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা স্বাধীনতার জন্যে যুদ্ধ করেও শৃঙ্খল ভাঙতে পারে না। শুভ কামনা নিরন্তর 😍
সুপর্ণা ফাল্গুনী জানুয়ারী ২৪, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ন পাখিরা মুক্ত স্বাধীন আর মানুষ পরাধীনতার শিকলে বাঁধা। পাখি আমার খুব ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া শুভ সকাল
সুপায়ন বড়ুয়া জানুয়ারী ২৪, ২০২০ at ১২:৪৩ অপরাহ্ন “ আমি তো ভাই নিয়ম জালে পড়ে গেছি বাধা। মানব জীবন বড়ই কঠিন, জটিল এক ধাঁধা। “ বাস্তবতা বড়ই কঠিন আমরা সবাই শৃংখলার অধীন। সুন্দর পাখি কবিতা। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন জানুয়ারী ২৪, ২০২০ at ২:৪৯ অপরাহ্ন পাখির মতো এদেশ- ওদেশে ঘুরতে পারলে ভালোই হতো। তাদের ঘর-বাড়ি লাগেনা, স্বাধীনতার সুখ তাদেরকে ডানা মেলে উড়তে শেখায়। পাখিটা বেশ সুন্দর, শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
সুরাইয়া পারভীন জানুয়ারী ২৪, ২০২০ at ৮:১২ অপরাহ্ন আমি তো ভাই নিয়ম জালে পড়ে গেছি বাধা। মানব জীবন বড়ই কঠিন, জটিল এক ধাঁধা। সত্যিই অসাধারণ লিখেছেন।
রেহানা বীথি জানুয়ারী ২৪, ২০২০ at ৯:৫২ অপরাহ্ন নিয়মের বেড়াজালে আবদ্ধ মানব জীবন, তাই তো পাখির মতো উড়তে সাধ হয় ওই নীল আকাশেে। সুন্দর লিখেছেন ভাই।
পর্তুলিকা জানুয়ারী ২৪, ২০২০ at ১১:৪৭ অপরাহ্ন চমৎকার লিখেছেন। অনেকদিন বাদে দারুন একটা ছড়া পড়লাম। ধন্যবাদ।
আরজু মুক্তা জানুয়ারী ২৫, ২০২০ at ১২:১১ পূর্বাহ্ন মানুষ বরাবরি পরাধীন। প্রতিটা ক্ষণেই সে বাধার সম্মুখীন হয়।
নিতাই বাবু জানুয়ারী ২৫, ২০২০ at ৯:৩২ পূর্বাহ্ন আমি তো ভাই নিয়ম জালে পড়ে গেছি বাধা। মানব জীবন বড়ই কঠিন, জটিল এক ধাঁধা। আপনার কবিতা পড়ে আমি এখানেই থেকে যাচ্ছি! বেশিদূর আর গেলাম না। শুভকামনা থাকলো।
জিসান শা ইকরাম জানুয়ারী ২৫, ২০২০ at ১০:১৪ অপরাহ্ন পাখিরা মুক্ত স্বাধীন হয়ে থাকতে পারে, মানুষ পারে না। ভাল লেগেছে কবিতা।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একদম সত্যি, আমরা এক জটিল আবর্তে আছি।
পাখিদের দেখলে তা আরও সত্যি মনে হয় বেশি করে।
ইসিয়াক
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও শুভকামনা জানবেন ভাইয়া।
ভালো থাকুন সবসময় ।
কামাল উদ্দিন
পাখির মতো স্বাধীনতা পেলে সত্যিই বেশ হতো, এটাকে আমরা ডাকি ইস্টিকুটুম পাখি বলে।
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো কামাল ভাই।
কামাল উদ্দিন
শুভ রাত্রি
ত্রিস্তান
সত্যিই মানব জীবন বড়ই অদ্ভুত। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা স্বাধীনতার জন্যে যুদ্ধ করেও শৃঙ্খল ভাঙতে পারে না। শুভ কামনা নিরন্তর 😍
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
সুপর্ণা ফাল্গুনী
পাখিরা মুক্ত স্বাধীন আর মানুষ পরাধীনতার শিকলে বাঁধা। পাখি আমার খুব ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া শুভ সকাল
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা রইলো দিদি।
ভালো থাকুন সবসময় ।
সুপায়ন বড়ুয়া
“ আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা। “
বাস্তবতা বড়ই কঠিন
আমরা সবাই শৃংখলার অধীন।
সুন্দর পাখি কবিতা।
শুভ কামনা।
ইসিয়াক
আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
পাখির মতো এদেশ- ওদেশে ঘুরতে পারলে ভালোই হতো। তাদের ঘর-বাড়ি লাগেনা, স্বাধীনতার সুখ তাদেরকে ডানা মেলে উড়তে শেখায়।
পাখিটা বেশ সুন্দর,
শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
ইসিয়াক
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো আপু্।
ভালো থাকুন সব সময় ।
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি । ভালো লাগলো ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
সাদিয়া শারমীন
দারুণ তো! সহজ কথায় সুন্দর কবিতা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো্।
ভালো থাকুন সবসময় ।
সুরাইয়া পারভীন
আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।
সত্যিই অসাধারণ লিখেছেন।
ইসিয়াক
অনেক ধন্যবাদ সহ শুভেচ্ছা রইলো আপু্ ।
রেহানা বীথি
নিয়মের বেড়াজালে আবদ্ধ মানব জীবন, তাই তো পাখির মতো উড়তে সাধ হয় ওই নীল আকাশেে।
সুন্দর লিখেছেন ভাই।
ইসিয়াক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু্
পর্তুলিকা
চমৎকার লিখেছেন। অনেকদিন বাদে দারুন একটা ছড়া পড়লাম। ধন্যবাদ।
ইসিয়াক
শুভকামনা রইলো।
শুভসকাল।
আরজু মুক্তা
মানুষ বরাবরি পরাধীন। প্রতিটা ক্ষণেই সে বাধার সম্মুখীন হয়।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু্ ।
শুভকামনা রইলো ।
নিতাই বাবু
আপনার কবিতা পড়ে আমি এখানেই থেকে যাচ্ছি! বেশিদূর আর গেলাম না। শুভকামনা থাকলো।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো দাদা।
জিসান শা ইকরাম
পাখিরা মুক্ত স্বাধীন হয়ে থাকতে পারে,
মানুষ পারে না।
ভাল লেগেছে কবিতা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া্ ।