হলদে পাখি

ইসিয়াক ২৪ জানুয়ারী ২০২০, শুক্রবার, ০৯:৩৯:৫৬পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য
সজনে গাছের মগডালে,
একটি হলুদ পাখি।
নাম জানিনা তাইতো তারে,
হলদে পাখি ডাকি।
 
হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার বাড়ি?
বাড়ি তো নাই ,এদেশ ওদেশ
করি ঘোরাঘুরি।
বেশতো ভালো মজার জীবন,
অবাধ মুক্ত স্বাধীন।
গান গেয়ে যাও,ঘুরে বেড়াও,
নাচো তা ধিন ধিন।
 
আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।
৮৪৮জন ৭১৫জন
10 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ