হরর গল্পের দিনরাত্রি

খাদিজাতুল কুবরা ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ০১:০১:০২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

ব্যস্ত দিনের ত্রস্ত ফর্দনামা হাতে দোর খোলে ভোর।

দিনভর কাজের মাঝে অকাজের আবক্ষ ভাস্কর্য,

নাক চোখ গড়তে গিয়ে জেরবার!

নিষ্পাপ শিশিরের শিরশির অনুরনন ছোঁয় না আর!

 

সন্ধ্যা নামার আগেই আঁধার নামায় মনো মেঘ!

রাতটা আলস্যভরা কৈশোরের দিঘল চুলের মতো জটপাকানো,

সন্তর্পণে মা'র হাতে চিরুনি চালায় নির্বোধ আবেগ!

 

মধ্যরাতে কে যেন নিক্কণ ধ্বনি তুলে এগিয়ে আসে,

"কে?  কে ওখানে? স্মৃতি!

ফিরে যা, তোর বাগ্মিতায় আর ভোলাসনা!"

মুহুর্তেই মিলিয়ে যায় স্ব শব্দ আওয়াজ।

 

লাগোয়া ব্যলকনির ঝুলন্ত খাঁচা নড়ে উঠে; ময়না আপন মনে  বলে_ "আমি তো উড়ন্ত বলাকা, ছেড়ে দে এক্ষুনি! কে দিচ্ছিস খাঁচায় টোকা।

খাঁচার ভেতর বাঁচা কি বাঁচা?"

 

প্রিয় কলমের নিনাদ শুনি আর ভাবি __

যদি হরর গল্পের সফল উপসংহার লিখতে পারতাম!

উধাও হতো ভয়,

অজেয় হবার আগেই হতাম জয়ী।

 

একদিন নিশ্চয়ই 'রেভেঞ্জ অফ নেচার' প্রতিষ্ঠা পাবে, হবে সকল অনুক্তের  উন্মীলন।

 

সে দিনটি কার? খুব সম্ভবত সত্যের, সুন্দরের, পবিত্রতার !

এক নিষ্কলুষ সঙ্গীতের! একটি পদাহত ভালোবাসার!

 

বিস্ময়ে চেয়ে রবে __

বেয়নেট উঁচিয়ে দাঁড়িয়ে থাকা চেনা জগত।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ