
ব্যস্ত দিনের ত্রস্ত ফর্দনামা হাতে দোর খোলে ভোর।
দিনভর কাজের মাঝে অকাজের আবক্ষ ভাস্কর্য,
নাক চোখ গড়তে গিয়ে জেরবার!
নিষ্পাপ শিশিরের শিরশির অনুরনন ছোঁয় না আর!
সন্ধ্যা নামার আগেই আঁধার নামায় মনো মেঘ!
রাতটা আলস্যভরা কৈশোরের দিঘল চুলের মতো জটপাকানো,
সন্তর্পণে মা’র হাতে চিরুনি চালায় নির্বোধ আবেগ!
মধ্যরাতে কে যেন নিক্কণ ধ্বনি তুলে এগিয়ে আসে,
“কে? কে ওখানে? স্মৃতি!
ফিরে যা, তোর বাগ্মিতায় আর ভোলাসনা!”
মুহুর্তেই মিলিয়ে যায় স্ব শব্দ আওয়াজ।
লাগোয়া ব্যলকনির ঝুলন্ত খাঁচা নড়ে উঠে; ময়না আপন মনে বলে_ “আমি তো উড়ন্ত বলাকা, ছেড়ে দে এক্ষুনি! কে দিচ্ছিস খাঁচায় টোকা।
খাঁচার ভেতর বাঁচা কি বাঁচা?”
প্রিয় কলমের নিনাদ শুনি আর ভাবি __
যদি হরর গল্পের সফল উপসংহার লিখতে পারতাম!
উধাও হতো ভয়,
অজেয় হবার আগেই হতাম জয়ী।
একদিন নিশ্চয়ই ‘রেভেঞ্জ অফ নেচার’ প্রতিষ্ঠা পাবে, হবে সকল অনুক্তের উন্মীলন।
সে দিনটি কার? খুব সম্ভবত সত্যের, সুন্দরের, পবিত্রতার !
এক নিষ্কলুষ সঙ্গীতের! একটি পদাহত ভালোবাসার!
বিস্ময়ে চেয়ে রবে __
বেয়নেট উঁচিয়ে দাঁড়িয়ে থাকা চেনা জগত।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি আপু ভাল থাকবেন সব সময়
খাদিজাতুল কুবরা
আপনি ও ভালো থাকবেন লিটন দা। অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
তাই যেন হই। চেয়েই রইলাম অনাগত সময়ের পথে অপেক্ষায়।
খাদিজাতুল কুবরা
সবাই তাই থাকে। ধন্যবাদ মজিবর ভাইয়া
মনির হোসেন মমি
সেই দিনকি আসবে কভূ?
সুন্দর কবিতা।
খাদিজাতুল কুবরা
দিন হয়তো আসবেনা। কিন্তু কবিতা যেন আসে বারবার নতুন মোড়কে পুরনো গল্প নিয়ে।
ধন্যবাদ ভাইয়া।
হালিমা আক্তার
হয়তো কোন একদিন সেই সত্য সুন্দর দিন আসবে। প্রতীক্ষায় রইলাম। খুব সুন্দর লিখেছো। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়।
ছাইরাছ হেলাল
সে দিনটি কার? খুব সম্ভবত সত্যের, সুন্দরের, পবিত্রতার এবং সোনেলার!
এক নিষ্কলুষ সঙ্গীত আমাদের ফাঁকি দিয়ে।
খাদিজাতুল কুবরা
ফাঁকি দেওয়ার ইচ্ছে ছিল,কিন্তু পারিনি। ষড়ঋতুর নিখুঁত বর্ণনা পড়বো বলে ফিরে ফিরে আসি।
আপনি বলেছিলেন, ” কাব্যেও পার্থনা করা যায় ” সেইটেই মাথায় গেঁথে আছে।
তাই এখানেই থাকতে চাই,
হোক নদীতট কিংবা বালুকাবেলা।
রোকসানা খন্দকার রুকু
এমন দিনের অপেক্ষায় রইলাম। অবশ্যই কোন একদিন আসবেই!! শুভ কামনা।।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ বন্ধু। ভালোবাসা অবিরাম
সুপর্ণা ফাল্গুনী
সত্য কঠিন, তেতো, পরিচ্ছন্ন তাই সত্যকেই বারবার বুকে টেনে নেই, আমন্ত্রণ জানাই। সুন্দর আগামী দিনের অপেক্ষায় আমরা সবাই। শুভ রাত্রি
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ দিদি ভাই। শুভরাত্রি