
সারাদিন খেটেখুটে যেই গেছি বাড়িতে
মহারাণী বললেন ভাত নেই হাড়িতে।
এটা নেই সেটা নেই দিয়ে মহালিস্টি
বললেন “বুড়োকালে থাকে কোথা দৃষ্টি?
এই নাও তাড়াতাড়ি বাজারের পথে যাও
দেরী হলে বুঝবে রেডি আছে ঝাটাটাও”।
বাজারেও গিয়ে দেখি জ্বালা বেশ আগুনের
বর্ষায় পুড়ে খাক দুটো চোখ ফাগুনের।
বাজারের থলে কাঁধে ফিরি যেই ঘরেতে
মনে হয় ফিরলাম নিষ্প্রাণ চরেতে।
ঘুমঘুম চোখে শত স্বপ্নই দেখি রোজ
হেরে যাই প্রতিদিন রাখেনাতো কেউ খোঁজ।
“বাবা” বলে ডাকে যেই ছোট খোকা পূণ্য
ভরে যায় পুরোটাই খা খা বুক শূণ্য।
———————-0 0————————
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর। প্রতিটি সংসারের প্রতি দিনের চালচিত্র তুলে ধরলেন।। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
যাক বুঝলাম আমার মত আরও কেউ না কেউ আছে।
সুপর্ণা ফাল্গুনী
আছেরে ভাইয়া আছে। বরং অনেক বেশি আছে আনুপাতিক হারে। ধন্যবাদ আপনাকে
সাবিনা ইয়াসমিন
আপন রাজ্য ছাড়া রাজাদের আর গতি নেই। ঘুরে ফিরে, বাইরের সব যুদ্ধ জয় করে ফিরতে হয় নিজ প্রাসাদেই। সংসার! সেতো জ্বালা আর সুখের মেলা। কেই-বা শূন্য থাকে তাতে!!
ভালো লাগলো কবিতা,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
পড়ে সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা রইল।
ফয়জুল মহী
প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় মহী ভাই।
নাজমুল হুদা
একটা পুরুষ চিত্র ফুটে উঠেছে কবিতায়।
জীবন মানেই ভাবনার কেন্দ্র।
হালিম নজরুল
আলহামদুলিল্লাহ
সুরাইয়া পারভীন
মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন সংসারের চিত্র তুলে ধরেছেন চমৎকার ভাবে।
দারুণ লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! মনে হচ্ছিল সুকুমার বড়ুয়ার ছড়া পড়ছি
খুব ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
হায় হায় দাদা! কি বলেন!
আশির্বাদ করুন দাদা।
তৌহিদ
ছন্দ কবিতায় প্রাত্যহিক জীবনকে নিয়ে এলেন দেখে মুগ্ধ হলাম ভাই। আপনার কবিতার ভক্ত আমি!!
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
বাহ্, ছন্দে ছন্দে ভীষণ সুন্দর লিখলেন মধ্যবিত্তের জীবন। ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
চেষ্টা করেছি। প্রেরণার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সংসার এমনই হয়,
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। আপনারাই আমার শক্তি।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো শব্দচয়ন দাদা
হালিম নজরুল
শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
শেষ সান্তনাটুকু বাবা ডাকেই লুকিয়ে আছে।
সব রকম লেখার মুন্সিয়ানা দেখতে পাচ্ছি, ক্রমান্বয়ে।
হালিম নজরুল
এমন প্রেরণার জন্য কৃতজ্ঞতা জানাতেই হয়।
ধন্যবাদ ভাই।
আতা স্বপন
অভাব অনটন আর লজ্জার বৃত্ত
আমি মধ্যব্ত্তি
না পারি সইতে
না পারি কইতে
দহন জ্বালায় জ্বলিযে নিত্য
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।