হররোজ

হালিম নজরুল ৮ এপ্রিল ২০২০, বুধবার, ১২:১২:৪১পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

সারাদিন খেটেখুটে যেই গেছি বাড়িতে
মহারাণী বললেন ভাত নেই হাড়িতে।
এটা নেই সেটা নেই দিয়ে মহালিস্টি
বললেন "বুড়োকালে থাকে কোথা দৃষ্টি?
এই নাও তাড়াতাড়ি বাজারের পথে যাও
দেরী হলে বুঝবে রেডি আছে ঝাটাটাও"।
বাজারেও গিয়ে দেখি জ্বালা বেশ আগুনের
বর্ষায় পুড়ে খাক দুটো চোখ ফাগুনের।
বাজারের থলে কাঁধে ফিরি যেই ঘরেতে
মনে হয় ফিরলাম নিষ্প্রাণ চরেতে।
ঘুমঘুম চোখে শত স্বপ্নই দেখি রোজ
হেরে যাই প্রতিদিন রাখেনাতো কেউ খোঁজ।
"বাবা" বলে ডাকে যেই ছোট খোকা পূণ্য
ভরে যায় পুরোটাই খা খা বুক শূণ্য।

----------------------0 0------------------------

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ