হরতাল হরতাল
নেই কাজ ঘরতাল,
হরতাল হরতাল
দানা নেই জ্বর-তাল।।

হরতাল হরতাল
জনমনে ডর-তাল,
হরতাল হরতাল
পুলিশের ধর-তাল।।

হরতাল হরতাল
গরীবের মর-তাল,
হরতাল হরতাল
ধ্বংসের করতাল।।

হরতাল হরতাল
চারিদিকে ভাবি-তাল,
হরতাল হরতাল
কখন বা আপা-তাল।।

হরতাল হরতাল
আম জনতা বেসা-মাল।।
(আপনাদের দুই জনের কাছে অনুরোধ, নিজেদের যার যার স্বাথেই যেহুতু আপনারা রাজনীতি করেন, তবে শুধু শধু কেন অভাগা জনগনরে বাঁচিয়ে রেখেছেন কেন, এরা বেচে থাকলেই বরং ঝামেলা..। এদের মানে আমাদের আপনারা মেরে ফেলুন, একেবারে লেঠা চুকে যাবে..। আপনাদের তো জনগনের দরকার নাই....দুজনেরই দরকার দেশটা...জনগন না থাকলে একে বারে ফাঁকা মাঠে গোল দিতে পারবেন)

 

বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনত পাগলে কিনা বলে আর উন্মাদে কিনা খায়।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ