হতাশার নিঃশ্বাস

শিরিন হক ৬ অক্টোবর ২০১৯, রবিবার, ০৪:৫২:৩১অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

জীবন শুধুই জীবন ধারণ
কেউ নয় কারো আপন,
শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।

নিভৃতে অভিষিক্ত নয়ন নৈশ-উপাধান
কেনো ছলা-কলা,উদাস হাসি,
পাষাণ হৃদয় মিথ্যে অভিলাষ
অবোধ উদ্ভ্রান্ত বাণী।

শুধু অশ্রুজল
নিরব দীর্ঘশ্বাস,
আহত হৃদয় না পাওয়ার বেদনায়
বয়ে চলে গ্লানি।

দিনের আলো হয় ম্লান
হতাশার নিঃশ্বাসে
থেমে যায় হাসি গান
ফুরিয়ে যায় বেলা..
মিছে হাসি খেলা
দিন হয় অবসান
সুখ দিয়ে বলিদান।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ