হতচ্ছাড়া ‘যদি’

খাদিজাতুল কুবরা ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:২৯:৫৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

যদি ইচ্ছের চোরাবালিতে না ডুবতাম,
যদি ঝিঁঝিঁ পোকার ডাকে ঘর না ছাড়তাম,
যদি চাঁদনী পসরে পথ না হারাতাম,
যদি অভয়ারণ্যে তোমাকে না খুঁজতাম,
যদি খেয়ালি মনে শেকল বাঁধতে পারতাম,
যদি নিরালায় দুটো  শব্দের ফাঁদে না পড়তাম,
যদি ভল্লুকের আঁচড়ে ক্ষত বিক্ষত না হতাম,
যদি চক্ষু নদীর গতিপথ বদলাতে পারতাম,
যদি মাঝের বাধার পাহাড় ডিঙ্গাতে পারতাম,
যদি গোল্লা ছুট মাঠের ডাক না শুনতাম,
যদি আপন চোখের তারায় পৃথিবী না আঁকতাম,
যদি গড্ডালিকায় ভাসতে পারতাম,
যদি নিয়তিকে রুখে পদবীতে আসীন হতে পারতাম,
যদি এলোমেলো ভাবনা গুঁচিয়ে নিতে পারতাম,
যদি একটি ও  কাব্য মনের মতো সাজাতে পারতাম,
যদি চরকাকাটা ঘুড়ির মতো মুখ থুবড়ে না পড়তাম,
যদি তুমি-আমি, আমরা হতাম,
যদি আমি সৃষ্টিছাড়া না হতাম,
যদি আর সবার মতো লক্ষী মন্ত হতে পারতাম,
'যদি'টাকে যদি জীবন থেকে হটাতে পারতাম,
যদিহীন নদীতে ইচ্ছেমতো সাঁতরাতাম।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ