হঠাৎ সম্বিতে

ছাইরাছ হেলাল ১১ মার্চ ২০২০, বুধবার, ১০:৩১:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

 

সাধারণ নিয়মে এই গাছটির সাথেই দেখা হয়
দুপুর বিকেল সন্ধ্যা ও রাতে,
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তে;

গা-ঘেঁসে দাঁড়াই, পাতা-ফুলদের ছুঁয়ে দেই,
না বা হ্যাঁ কখনো ও কিছুই বলেনা/বলেনি,
কিছু বলবে তাও বলেনি, বিরক্ত হচ্ছে তাও তো বুঝছি না!
নিয়ম করে কাছে আসি, কাছে দাঁড়াই;

হঠাৎ দেখি সামান্য উঁচাইয়ে সবুজে-লালে একাকার,
ধুয়ে-মুছে সাফ, জমে থাকা ধুলো-ময়লা, বাসন্তিক বৃষ্টি-ছোঁয়ায়,
সলজ্জ অ-উদাসীন উপঢৌকন! না-কী আলস্য-শৃঙ্গার!
এক দৃষ্টিতে তাকাই, তাকাই, অনুক্ষণ তাকিয়েই থাকি;
ভাবছি এবার আলাপ-প্রলাপে যাবো, অ-শব্দের স্থবিরতা ভেঙ্গে,
কী ভাবছো, কেমন আছো? জানতে চাইবো;

এই-ই আ-তীব্র-চুপ, সম্পূর্ণ নৈঃশব্দ-নিস্তব্ধতা!
সহ্য হচ্ছে-না, এই অ-নিরাভরণ শূণ্যতা!
গাছ নই, গাছেদের ভাষা-ও জানি-না;

শাহরিক বৈভব এড়িয়ে, বেদুইন মন শুধুই আনচান,
নিরুদ্দেশের বৃষ্টি-ধারাপাতে, অ-লাজুক আত্মীয়তায়;

ছবি...নিজ

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ