হঠাৎ বৃষ্টি—–

অরুণিমা মন্ডল দাস ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ০৬:৪২:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

l.php [640x480]1
জৈষ্ঠ্যের প্রবল উত্তাপে প্রখর রশ্মির তেজে ঘামে সিক্ত মন, মন যেন প্রেমিক চাতক!-
শীতল প্রেমের জল পানের জন্য অস্থির,

হঠাৎ কেউ যেন হাত ধরে উত্তেজনার শীতল বরফের হিমঘরে ডুবিয়ে দিল--,
মনে হল শীতল বৃষ্টি আমাকে ঘিরে ধরল,---
অশ্লিলতার মধ্যে শালীনতার ভাস্কর্য দেখতে পেলাম--,
টাইটানিক জাহাজটা আবার ভেসে উঠল প্রেমপর্বের সুস্ঠু পুনরাবৃত্তি করতে,-
দেবদাস ও পারু আজ ও কোন অচিন
স্বপ্নের দেশে হাসি ,আবেগের রঙ্গীন খেলাতে ব্যস্ত-
হায় এ কেমন নিরাশার জীবন!
প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-
রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!-

==========
কোলকাতা
২ আগস্ট, ২০১৫

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ