
সেদিন হঠাৎ ই দেখা হয়েছিলো,
যদিও সেদিনই প্রথম দেখা ছিলো না।
আধো আলো ছায়ায় সন্ধ্যাটা ছিলো অন্যরকম,
অন্যরকম এক শিহরণ ছুঁয়েছিলো সেদিন।
লজ্জাবতী লতার ন্যায় গুটিয়ে নিয়েছিলাম নিজেকে।
লাজুক লাজুক অনুুুুভবে আঁচল তুলেছিলাম মাথায়।
প্রায় হাত দশেক দূরত্বে থেকেও কেঁপেছিলাম খুব।
বুঝছে পারছিলাম না কেনো এই পরিবর্তন?
তারপর প্রায় সারারাত ধরে কথা হতে লাগলো,
ভীষণ ভালোলাগায় কাটছিলো রাত দিন গুলো।
একটু সময় কথা না হলে প্রচন্ড মন খারাপ লাগতো,
এমনি এমনি অভিমানে গাল ফুলে যেতে।
নিজেকে যেনো অাবিষ্কার করলাম নতুন রূপে,
অনুভব করলাম দ্বিতীয় প্রেমের পর প্রথম-
প্রেম এসেছে জীবনে।
তার পর থেকে প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত
মনে হতে লাগলো যেনো বসন্ত।
#ছবি_গুগল_থেকে
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লেখায় তো দেখছি চিরকালীন বসন্তের আনাগোনা।
আহা কল্প-বিলাসী মন কত কিছুই না ভাবে, ভাবতে ভাল ও বাসে!
সুরাইয়া পারভীন
কল্প কথার অনুভবে
যদি বসন্তের রঙিন স্পর্শে
দুর্বিষহ দিন গুলো রাঙানো যায়
তবে খানিকটা কল্প/কল্পনা বিলাসী
হতে হলে মন্দ কি!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“তার পর থেকে প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত
মনে হতে লাগলো যেনো বসন্ত।”
এইরকম প্রতিটি দিন হোক বসন্ত
এই কামনায়। ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বসন্তই থাকুক প্রতিমুহুর্তে।
খুব ভালো লেগেছে কবিতা ছোট আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আহা! বসন্ত
তুমি থেকে যাও যুগ যুগ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ কি চমৎকার লিখেছেন। বসন্তের স্পর্শে , প্রেমের আলিঙ্গনে কেটে যাক জীবন। ধন্যবাদ আপু শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
সাবিনা ইয়াসমিন
প্রেমে পড়ার পর, বিশেষ করে প্রথমকেই দিত্বীয়বার ভালোবাসার পর বসন্ত যেন থমকে যায় চির বসন্ত হয়ে। আর কোনো ভুল নয়, নেই কোনো অভিমানের অনুযোগ, স্থায়ী স্থান নিয়ে নেয় অসীম ভালোবাসা।
অনেক অনেক ভালোলাগা রইলো এইদিনের লেখায়।
শুভ কামনা অফুরান 🌹🌹
সুরাইয়া পারভীন
আর যেনো ভুল না হয়
একই ভুলে কাঁদে দুটি হৃদয়
——-গান মনে পড়লো
আহ! কি দারুণ মন্তব্য
যেনো প্রাণ জুড়িয়ে যায়
অশান্ত অস্থির মন হয়ে যায়
শান্ত ধীরস্থির ধৈর্য্যশীল
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜💜
প্রদীপ চক্রবর্তী
বসন্ত সবকিছুতেই অবগাহন করে।
দারুণ প্রকাশ দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
তার পর থেকে প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত
মনে হতে লাগলো যেনো বসন্ত।
বসন্তের স্পর্শে , প্রেমের আলিঙ্গনে কেটে যাক জীবন।
ভালো থাকবেন দিদি শুভ কামনা,
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
দ্বিতীয় প্রেমের পর প্রথম প্রেম, বিষয়টা বেশ জটিল তো 😀
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
জটিল ই তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
সুরাইয়া পারভীন
আপনার ছোট্ট নাতনিটি কেমন আছে ভাইয়া
সুরাইয়া নার্গিস
অসাধারন লেখা আপু, পড়ে মুগ্ধ হলাম।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
প্রথম দেখার অনুভূতি সে কি ভোলা যায়!! কবিতায় সুন্দর করে তা ফুটিয়ে তুলেছেন আপনি।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
প্রথম সবকিছুর অনুভূতিই অন্যরকম
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়