হঠাৎ দেখা

এস.জেড বাবু ২৩ জুন ২০২০, মঙ্গলবার, ০৯:৩৯:০৩অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

লেজার রশ্মী মতো
সটান সোজা সোজি
তোমার ডানপাশের সিঁথি,
তেল চকচকে
চুলের অর্ধেকটা ঢেকে
ঘোমটায় পরিপাটি।

আমার উস্কোখুস্কো
চুলে লাগেনা হাওয়া
শেম্পু হয়নি একযুগ,
চিরুনী হয়না ছোঁয়া,
আঙ্গুলেই কোনরকম
মনভোলা কোনও রোগ।

ভারী চশমার ফ্রেমে,
তোমার চক্ষ্মু স্থির
আমার ঘামে ভেজা পোড়া মুখে
প্রশ্নভরা ভাঁজ,
মসৃন ললাট জুড়ে
সে...ই পুরুনো আমাকে দেখে !!

মাইনাস পঁচাত্তুর,
আমিও কিনেছি কাঁচ
হারিয়েছি দুই চারবার,
দুরের স্বপ্ন আজও
ক্রিষ্টাল ক্লিয়ার দেখি
কাছ থেকে !! কি দরকার ?

তোমার ভ্যানিটি ব্যাগে
300ml ফিডার
চারশো গ্রাম নিডো’র প্যাক
ভেজা টিস্যু আর
দু’তিনটে ডাইপার
ভীনদেশী দামী চকলেট।

আমার মানিব্যাগে
ঝলশানো পাসপোর্ট ছবি
তখন রেজিষ্ট্রশন তোমার স্কুলে,
ছিড়েছে কতবার,
বদলেছে মানিব্যাগ
ছবিটা হারায়নি আজও ভুলে।

তোমার ঠোঁটের বাঁকে
প্রশ্নগুলো কাঁপে
শব্দ হয়না উচ্চারণে,
জানতে চাওয়াগুলো,
অজান্তে থাকে
অযথাই অকারণে।

আমার প্রশ্নগুলো,
তোমার বরাবরে
কেমন আছে তোমার বর?
ছেলেটা বড় ?
মেয়েটার কি নাম ?
যাদের নিয়ে সুখের ঘর।

তোমার কফির কাপে
চুমুক পড়েনি দেখি
স্বাধটা ছিলো কিন্তু বেশ,
সিগারেট ঠোঁটে গুঁজে
চারপাশটা দেখি
দেয়াশলাইয়ে কাঠি শেষ।

প্রশ্ন হলো শেষে,
চিৎকার করে করে
বারণ করে না তোমার ঘরণী ?
কুলুপ এঁটেছি ঠোঁটে,
কি বলবো তারে
তেমন কেউ যে আজও আসেনি।

-0-
23june 2020

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ