
প্রিয় জলধারা,
বহুদিন পরে কি জানি অজানা কারণে ঘুমটা ভেঙে গেলে তোমাকেই মনে পড়ছে। ইট পাথরের শহরে চাঁদের আলো খুব বেশী উপভোগ করা যায়না। সোডিয়াম লাইট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলোর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে এক নিমিষেই আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায় ঝুলে থাকা আধখানা চাঁদ। আবেগে মনে হয় এই বুঝি তুমি হাত বাড়িয়ে দিয়েছো আমায় ছুঁয়ে দিবে বলে।আবার কখনও মনে হয় চাঁদের আলোর সিঁড়ি বেয়ে নেমে এসেছো। আমায় ধরাধরি করে সারা ঘরময় ঘুরে বেড়াও।হুম, আজও দোলনচাপা আর হাসনাহেনার সুবাসে মোহময় যেন অদ্ভুত হিমশীতলতায় তোমায় ছুঁয়ে দেই বার বার।
সারা সময় টুকু ক্লান্তিহীন খেলায়, মোহময়ী ভালোবাসায়। রাত জাগা স্বপ্ন প্রভাতের আলোয় শেষ হয়।আধোছাঁয়া হয়ে মিশে আছো প্রকৃতির খুব কাছেই।আর আমি বন্দী হয়েই আছি একটি বলয়ের মাঝে।এ আমার অপারগতা নয় শুধুই সীমাবদ্ধতা। কিন্তু এতো টান? কিসের ই বা আকুলতা। কি যে চাই এই আমি, চুপিসারে বলে যায় প্রকৃতি। আমি একটি অন্যরকম তুমি চাই। মনের মনিকোঠায় লিখবো ভালোবাসার ইচ্ছেকলি।
অবশেষে ফিরে আসি খোলা জানালায়,নতুন একটি সুন্দর ভাবনার স্বপ্ন বুণণের শুরুর অপেক্ষায়।
তোমার স্রোতস্বিনী।
৩৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রকৃতির কাছেই আমাদের ফিরে যেতে হয়,
আমরা তা যাই ও।
উর্বশী
ছাইরাছ হেলাল,
চিরন্তন বানীতে পরিণত হয়েছে।সবাইকেই প্রকৃতির কাছে ফিরে যেতে হবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
চিঠির বিষয়বস্তু দারুন, সম্বোধন টা আরো চমৎকার। প্রকৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, শুধু অনুভব আর দেখার জন্য একটা মন হলেই হলো। শুভ কামনা রইলো
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সত্যি বলেছেন অনুভব করার মত মন থাকা টা খুব জরুরী। অফুরান ভালোবাসা রইলো।
নিতাই বাবু
প্রকৃতির কাছে দারুণভাবে একটা চিঠি লিখে ফেললেন। চিঠির ভাষাও দারুণ! আপনার মতো এমনভাবে কেউ হয়তো প্রকৃতিকে নিয়ে ভাবে না। আপনার চিঠি পড়ে সত্যি মুগ্ধ হলাম।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রকৃতি ই আমার প্রথম প্রেম,ভাল লাগা এবং ভালোবাসা। আর এসব কিছুর মাঝে সুখ, দুঃখের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আপনার মুগ্ধতা আমার লেখার পথ আরও প্রশস্ত হবে। অনেক ভাল থাকুন, শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
স্রোতস্বিনী জলধারা নিয়ে
সুন্দর লেখা হয়ে যায়
সৌভাগ্যবান বন্ধুরা সবাই
সোনেলায় পায়।
শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া,
বাহ! দারুন ছান্দিক পরিবেশনা। বেশ ভাল লাগলো।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা অফুরান।
সুরাইয়া পারভীন
স্রোতস্বিনী জলধারা বাহ্ দারুণ। আসলে প্রকৃতি প্রেম না থাকলে প্রকৃত মনের মুক্তি অসম্ভব।
চিঠিতে ভালোলাগা রইল
উর্বশী
সুরাইয়া পারভীন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সঠিক বলেছেন,অফুরান শুভ কামনা।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহী
অফুরান শুভ কামনা রইলো।।
সাবিনা ইয়াসমিন
অসাধারণ এক কাব্যিক চিঠি লিখেছেন। অনেক সুন্দর করে ভাবনা গুলো তুলে ধরেছেন প্রতিটি লাইনে। মুগ্ধ হয়ে পড়লাম। একটা কথা কিন্তু ভীষণ সত্যি বলেছেন,
** ইট পাথরের শহরে চাঁদের আলো খুব বেশী উপভোগ করা যায়না। সোডিয়াম লাইট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলোর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে এক নিমিষেই আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায় ঝুলে থাকা আধখানা চাঁদ**
আসলেই তাই, ইট পাথরের অট্টালিকায় ঘেরা শহরে চাঁদ দেখতে পেলেও আমরা জোছনার পূর্ণরুপ অনুভব করতে পারি না। যান্ত্রিক আলোর মাঝে প্রাকৃতিক আলো ম্রিয়মাণ হয়ে থাকে।
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা রইলো 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দারুন মন্তব্য আপু আপনার।
আপনার মুগ্ধতা
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আপনার মুগ্ধতা আমার লেখার চলার পথ আরও প্রশস্ত হবে। আশা করি সব সময় পাশে)ব
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আপনার মুগ্ধতা আমার লেখার চলার পথ আরও প্রশস্ত হবে। আশা করি সব সময় পাশে)ব
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আমার কীবোর্ড একটু ঝামেলার জন্য বার বার আপনার নামের সম্মোধন করায় আন্তরিকভাবে দুঃখিত। ভালথাকুন ‘।অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার চিঠি লেখেছেন আপু ———–
উর্বশী
আলমগীর সরকার লিটন,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,।
খুশি হলাম ভাল লেগেছে আপনার। ভাল থাকুন শুভ কামনা।
পর্তুলিকা
জলধরা নাহইয়া জলধর হলে ভালো হতো। স্রোতস্বীনি যদি নারী হয় তাহলে জলধারাকে প্রেমিক/পুরুষ হিসেব কল্পনা করতে হবে।
উর্বশী
পর্তুলিকা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জ্বি হ্যা,সেটা ভেবে রেখেছিলাম, আপনারা সবাই গুনীজন, আপনাদের মন্তব্য , কোথায় অবস্থান নেয় তার অপেক্ষা।
চমৎকার মন্তব্যের জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাল থাকবেন, শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার একটা চিঠি পড়লাম আপু।
প্রকৃতি নিয়ে এমন উপমায় সত্যিরমুগ্ধ হলাম, সবকিছু ভাবার জন্য সুন্দর মন লাগে।
আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছে আশা করবো।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল আপনার জন্য।
উর্বশী
সুরাইয়া নার্গিস আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনি মুগ্ধ হয়েছেন,এটি আমার পরম পাওয়া। চেষ্টা করবো লেখা দেয়া নিয়মিত। আশা করি এভাবেই পাশে থাকবেন।
অনেক শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
অবশ্যই আপু পাশে আছি, এগিয়ে যান।
শুভ কামনা রইল।
উর্বশী
সুরাইয়া নার্গিস আপু,
শুকরিয়া। খুব থাকুন।অফুরান শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর লিখেছেন আপু জলাধারের বর্ণনা।
আমরা যারা শহুরে তাদেরকে এভাবেই টানে সবুজ প্রকৃতি, জলাধার , চাঁদের কিরণ।
আমার খুব ভালো লেগেছে প্রকৃতির প্রতি আপনার নিখাদ প্রেম!
উর্বশী
খাদিজাতুল কোবরা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।। আপনার সাথে একমত পোষণ করছি। লেখা ভাল লেগেছে সেটা আমার পরম পাওয়া। ভাল থাকুন, শুভ কামনা।
তৌহিদ
অবশেষে আমাদের প্রকৃতির কাছেই ফিরতে হয়, হৃদয়ের সমস্ত নির্যাস যে সেখানেই।
দারুণ লিখেছেন আপু। শুভকামনা রইলো।
উর্বশী
তোহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার সাথে একমত পোষণ করছি। খুব ভাল থাকুন শুভ কামনা।
আরজু মুক্তা
প্রকৃতি তো মা। আমরা বারবার তার কাছেই ফিরে আসি।
তার কাছে লিখা চিঠিও ভালো লাগলো
উর্বশী
আরজু মুক্তা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার সাথে একমত পোষণ করছি। আমার লেখা ভাল লেগেছে সেটা আমার পরম পাওয়া। অনেক ভাল থাকুন,শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
মনের মাধুরিতে জলধারা প্রকৃতি অপার সুন্দর বর্ননা করে প্রকৃতির মাঝে নিজেকে বিলিন করেছেন। বাহ! ধন্যবাদ সুন্দির উপস্থাপিনের জন্য।
উর্বশী
মোঃ মজিবর রহমান,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য। খুব ভাল থাকবেন,শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা অবিরত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার ভাবনার প্রকাশ — কি যে চাই এই আমি, চুপিসারে বলে যায় প্রকৃতি। আমি একটি অন্যরকম তুমি চাই। মনের মনিকোঠায় লিখবো ভালোবাসার ইচ্ছেকলি।
ধন্যবাদ।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুর,
বিনম্র শ্রদ্ধা ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা সবাই তো সত্যিকারের একটি তুমি ই চাই,আর সেটা প্রকৃতি ই চুপিসারে বলে দেয় বা দিতে পারে শুধু অনুভব ও অনুভূতির শক্তি থাকা চাই।অনেক ভাল থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । অফুরান শুভ কামনা। আশা করি সব সময় পাশে পাবো।।