স্রোতস্বিনীজলধারা

উর্বশী ১৭ জুলাই ২০২০, শুক্রবার, ০৭:০২:৩৮অপরাহ্ন চিঠি ৩৮ মন্তব্য

প্রিয় জলধারা,

বহুদিন পরে কি জানি অজানা কারণে ঘুমটা ভেঙে গেলে তোমাকেই মনে পড়ছে। ইট পাথরের শহরে চাঁদের আলো খুব বেশী উপভোগ করা যায়না।  সোডিয়াম লাইট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলোর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে  এক নিমিষেই আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায় ঝুলে থাকা আধখানা চাঁদ।  আবেগে মনে হয় এই বুঝি তুমি হাত বাড়িয়ে দিয়েছো আমায় ছুঁয়ে দিবে বলে।আবার কখনও মনে হয় চাঁদের আলোর সিঁড়ি বেয়ে নেমে এসেছো।  আমায় ধরাধরি করে সারা ঘরময় ঘুরে বেড়াও।হুম, আজও দোলনচাপা আর হাসনাহেনার সুবাসে মোহময় যেন অদ্ভুত হিমশীতলতায় তোমায় ছুঁয়ে দেই বার বার।

সারা সময় টুকু ক্লান্তিহীন খেলায়, মোহময়ী ভালোবাসায়। রাত জাগা স্বপ্ন  প্রভাতের আলোয় শেষ হয়।আধোছাঁয়া হয়ে  মিশে আছো প্রকৃতির খুব কাছেই।আর আমি  বন্দী হয়েই আছি একটি বলয়ের মাঝে।এ আমার  অপারগতা নয় শুধুই সীমাবদ্ধতা। কিন্তু এতো টান?  কিসের ই বা আকুলতা। কি যে চাই এই আমি, চুপিসারে বলে যায় প্রকৃতি। আমি একটি অন্যরকম তুমি চাই।  মনের মনিকোঠায়  লিখবো ভালোবাসার ইচ্ছেকলি।

অবশেষে ফিরে আসি খোলা জানালায়,নতুন একটি সুন্দর ভাবনার  স্বপ্ন বুণণের শুরুর অপেক্ষায়।

তোমার স্রোতস্বিনী।

৭১২জন ৫৬২জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ