
আমি তখন নওল কিশোরী কৃষ্ণবর্ণ পূর্ণ যৌবনা।
ষোড়শী গ্রন্থে অনুধাবণ করছিলাম বসন্তের রং
প্রাণপুরুষের দেখা হবে কবে?
মনের আকুলতা উদযাপন করতে বারবার আয়নায় নিজেকে দেখতাম।
কাজল চোখে কেমন লাগে?
ফ্যান্টাসি গল্পে টিপ আর কাঁচের চুড়ির শব্দ!
শুনেছিলাম ভালোবাসায় অনেক সুখ!
প্রেমে পড়লে মুখ লাল হয়ে যায়
হাত ঘামে, ক্ষুধা লাগেনা।
মাটির ঘর স্বর্গ মনে হয়!
সোনার কদরের চেয়েও ঢের কদর হয় মনের!
ভাবলাম ভালোবাসার আরেক নাম সুখ!
জীবন, ভাবনা, বয়স,চুল সবই কি এক সময় বদলে যেতে হয়? আহা কৈশোর! আহা সরলতা! আর কতদিন হাতে আছে আমার?
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
জীবন, ভাবনা, বয়স, চুলের সাথে ঝরে যায় কৈশোরের সরলতা। নির্মল দিন পেরিয়ে এসে বসতে হয় জটিল সব অঙ্কের হিসাব মিলাতে।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
জটিল অঙ্কের হিসাব কখনো মিলে কি? । আমরা কেবল হিসাব কষে যা-ই আদিম অভ্যাসে।
ভালো থাকুন সবসময়।
নিতাই বাবু
“জীবন, ভাবনা, বয়স,চুল সবই কি এক সময় বদলে যেতে হয়?”
হ্যা, এটাই জীবন! একসময় জীবন এভাবেই থেমে যায়।
শিরিন হক
জীবন!
ভালো থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
শৈশব আহা! শৈশব।
এটা নিয়ে মানুষের কত স্মৃতি রোমন্থন।
অথচ একদিন তা কালের আবর্তে হারিয়ে স্মৃতি হয়ে থেকে যায়।
যথার্থ লিখেছেন।।
শিরিন হক
ধন্যবাদ লিখাটা পড়েছেন।
হালিমা আক্তার
শৈশব থাকে না। সময়ের অতলে হারিয়ে যায়। একটু একটু করে আমাদের দুরত্ব কমতে থাকে। সত্যি হাতে আছে কি সময়। সুন্দর ভাবনার প্রকাশ। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
দারুণ লেখেছেন স্মৃতি কথা অনেক শুভেচ্ছা রইল