স্মরণে ১৬ই ডিসেম্বর

আলমগীর সরকার লিটন ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৩৮:১২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সকাল বিকাল পিটি পেরেড চলছিল-
কাল যে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস!
বিদ্যালয়ের প্রঙ্গনে লাল নীল পতাকায় পতাকায়
সাজানোর ব্যস্ততায় নিঃঘুম রাত; ভোর হলো
স্কুলের ইনফর্ম পরা শীতের কি কাপন- শুরু হলো
কুচকাওয়াজ- মনে কি ভয় ছিল, ডান বাম করতে

বুঝি হয়ে যায় ভুল- লম্বা লাইনে স্যালুট, বেশ বিজয়ের
আনন্দ চলছিল; তারপর যেমনখুশি তেমন সাজা,
সাজলাম গ্রামের মোড়ল! সোনালি স্মৃতি আজ অম্লান-
তবুও বার বার আসে ১৬ই ডিসেম্বর নতুন প্রজন্মের পর প্রজন্ম-
এভাবেই বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযুদ্ধা! দেশপ্রেম যেনো
কাজে কর্মে বিলীন হয়ে যায়- স্মরণে ১৬ই ডিসেম্বর।

৩০ অগ্রহায়ন ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০
----------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ