স্বীকারোক্তি

অয়োময় অবান্তর ১০ মার্চ ২০১৭, শুক্রবার, ০২:২৭:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য

তুমি ছাড়া আমার কোন গন্তব্য নেই
তুমি ছাড়া আমার কোন স্বপ্ন নেই
তুমি ছাড়া আমার কোন অশ্রুপাত নেই
তুমি ছাড়া আমার কোন বেঁচে থাকা নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

তুমি ছাড়া আমার কোন হাসি নেই
তুমি ছাড়া আমার কোন গান নেই
তুমি ছাড়া আমার কোন স্পন্দন নেই
তুমি ছাড়া আমার কোন বন্ধন নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

তুমি ছাড়া আমার কোন আকাশ নেই
তুমি ছাড়া আমার কোন আলো নেই
তুমি ছাড়া আমার কোন অন্ধকার নেই
তুমি ছাড়া আমার কোন জোনাকি নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

আমি তোমার ভালবাসায় নিবিড় পড়ে বাঁচব
আমি তোমার সংসারের প্রান্ত ধরে বাঁচব
আমি তোমার অভিমানের আচঁল ধরে বাঁচব
আমি তোমার স্পষ্টতার আঘাত জুড়ে বাঁচব
তুমি ছাড়া আমার কোন দিগন্ত নেই।

আমি তোমার অবকাশের বিলাসিতায় বাচঁব
আমি তোমার ব্যস্ততার গৌণতা নিয়ে বাঁচব
আমি তোমার প্রতিশ্রুতিতে বাঁচব
আমি তোমার উৎসবের আনন্দে বাঁচব
তুমি ছাড়া আমার কোন নোঙ্গর নেই।

জীবনের আঘাতে, জীবনের আলিঙ্গনে
জীবনের সংগীতে, জীবনের অবহেলায়
জীবনের প্রান্তে, জীবনের সৌন্দর্যে
আমি তোমায় ভালবাসি।
ভালবাসি।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ