স্বার্থবাদি

সঞ্জয় মালাকার ২৫ মে ২০১৯, শনিবার, ০৩:০৩:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

স্বার্থবাদী....

স্বার্থ সিদ্ধিতে মগ্ন মন....
সংসার হয়েছে মিথ্যে আচরণ ,
পাপ হয়েছে নিয়ম নিতি
সম্পর্ক হয়েছে সমাপ্তি!
স্বার্থ সিদ্ধিতে...মরিয়া মানব
সম্পদ হয়েছে সংসারে আপন,
কে পাবে কে খাবে...
কে নেবে ভিটেমাটি দখল..
এই নিয়ে ব্যাস্ত সকল!
আপন হয়েছে পর....
বিত্ত বেসাত হয়েছে আপন,
ভাই বোন সকলি পর?
ঘর বাড়ি বিষয় সম্পত্তি, ভাইয়ের কাছে হয়েছে আপন।
হাতে ঘোনা দিন.... কখন আসিবে মৃত্যু দোয়ারে, মরিবো আমি..কে পাবে কতো ভাগে..এই নিয়ে ব্যেস্ত সকলের .?
আমি নয়তো কারও আপন...
স্ত্রী পুত্র সকলি স্বার্থ পর..সম্পদ হয়েছে আপন..
সবাই চেয়ে আছে কখন বন্ধ হবে নিশ্বাস
কে নেবে রাজত্ব... আমি কি এতই পর!
স্বার্থ লোভে জল পেলে সবাই.....
দুদিনের মায়া,স্বার্থ সিদ্ধিতে সবি কায়া।
ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবি থাকিবে পরে
আমি তো থাকিব দুদিন, কি লাভ হবে আমার আমা করে...
সবি নিয়ে যাও, মিছে কেঁদনা আমারে ধরে।

সব নিয়ে যা-ও আমায় মুক্তি দিও সসম্মানে
সম্পর্ক জুড়ে রেখো মানুষ মানুষের হয়ে
সম্পর্ক করনা সম্পদের ভাগে।
কে নিয়ে যাবে বিষয় সম্পত্তি - কেউ নিয়ে যাবে না
সবি পরে রবে এ পারে!
তুমি চোখ বন্ধ করিলে সবি অন্ধ এপার ওপার দুই কূলেই তুমি শূন্য।
ভালোর পরিণাম জন্মথেকে প্রজন্ম পর্যন্ত
আর স্বার্থের পরিণাম দুদিনের আনন্দ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ