স্বার্থপর

নাফিছা সুলতানা ইলমি ৪ মার্চ ২০২০, বুধবার, ১০:৪৬:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

*আপনি কাউকে তেমন পাত্তা দেন না?
*কারো ম্যাসেজের তেমন একটা রিপ্লাই দেন না?
*পৃথিবীর কোন গ্রুপ পিকে আপনি নেই?
*ফ্যামিলি,ইউনি বা স্কুলের কোন অকেশনে আপনি নেই?
*শুধু নিজেকে নিয়ে,নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন?
*সবাই আপনাকে স্বার্থপর, রুড ভাবছে?

তাহলে মনে রাখবেন, You are the best....

আপনার আশেপাশে যেসব মানুষগুলো ঘুরঘুর করছে। আপনি পাত্তা দিচ্ছেন না বলে মনে মনে আপনাকে স্বার্থপর বলে গালি দিচ্ছে,তাদের জাস্ট বুড়ো আঙুল দেখান। কারণ এরা আপনার থেকে হাজারগুণ বেশি স্বার্থপর। এরা ভাব দেখাবে, আপনাকে তার খুব পছন্দ কিংবা আপনার সাথে কথা বলতে না পেরে তারা খুব কষ্ট পাচ্ছে। এদের একটু পাত্তা দিন, কয়েকটা দিন তাদের সাথে মিশুন। সময় নষ্ট করুণ তাদের সাথে। তখন তাদের আসল রূপ বের হবে। আপনাকে তাদের খুব সস্তা মনে হবে।

আপনার দরকারে বেশির ভাগ সময় আপনি কাউকে পাশে পাবেন না। তারা তাদের মন খারাপের সময় আপনাকে ব্যবহার করবে। কিন্তু আপনার মন খারাপের সময় আপনি কাউকে পাশে পাবেন না।

জাস্ট স্বার্থপর হউন। আপনি ভাল থাকবেন। আপনার কোন কথায় কোন কাজে কে কষ্ট পেল তা নিয়ে ভাববার কোন প্রশ্নই উঠে না। কারণ এরা আপনার কোন কাজে লাগবে না। শুধুমাত্র যারা আপনার কাজে লাগতে পারে তাদের হাতে রাখুন। কাজ শেষে এদেরও বাদ দিন....ঠিক এতটাই স্বার্থপর হওয়ার চেষ্টা করুণ। আপনি ভাল থাকবেন। নিজের ভাল থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে কেউ কারো নয়। চারদিকে তাকিয়ে দেখুন। আপনি স্বার্থপরের সমুদ্রেই ভাসছেন।

বি:দ্র:নিজের আপনজনকে খুজে বার করুণ। আর ত্যাগ করুণ সবটুকু স্বার্থ, যাদের কাছে আপনি খুব গুরুত্বপূর্ণ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ