
স্বাধীনতা অর্জন করার চেয়ে
তার রক্ষা করা খুবি কঠিন হচ্ছে!
সেই কঠিন সময়- কিন্তু যাচ্ছে;
দেহের অভিনয় ভাজে- ভাজে-
রক্তাক্ত হবার আগে অনেক থাকে ভয়
লাল গোলাপ হাতের চেয়ে ভুল কিছু নয়
তাই ভালবাসা রেখো না বন্ধি খাঁচাই
তার চেয়ে জীবন্ত লাশ থাকায় ভাল
তবু খর্ব করো না- স্বাধীনতার ফসল
উদ্বেগ মন জুড়ে পত পত করে
উড়াই এক খান স্বাধীন পতাকা।
২২ ফাল্গুন ১৪২৮ ০৭ মার্চ ২২
৬টি মন্তব্য
হালিমা আক্তার
সত্যি বলেছেন, কোনো কিছু অর্জন এর চেয়ে, অর্জন করার পর ধরে রাখা কঠিন। শুভ রাত্রি।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
একদম অসামান্য কবি দা!
স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন।
দেশপ্রেম হোক জনতার অন্তরের ভিত। শুভ কামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মাছুম হাবিবী
অনেক অনেক সুন্দর লিখেছেন।
আলমগীর সরকার লিটন
জি হাবিবী দা পাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন—