
স্বাধীনতা,
তোমার আমার স্বাধীনতা -
নেই যে আগের মতো!,
বিজয় মাসে মরছে ওরা
মরছে লাখে শত!
স্হানে মান অস্হানে অপমান
বলত বুদ্ধিজীবী!
এখন দেখী স্বাধীনতার
নেই যে কোনো সৃতি -!
চল পালাই প্রাণটা বাঁচাই
নেই যে আগের দিন
বাঁলে পাবো আবার স্হান
নিজের স্বাধীন-!
সঞ্জয় মালাকার //
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
এস.জেড বাবু
কবে হবে স্বাধীনতার সূর্যোদয়-
স্বাধীনতার প্রকৃত স্বরূপ হয়ত এই শতাব্দিতে স্বপ্ন থেকে যাবে।
চমৎকার লিখেছেন
শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
হবে দাদা হবে -যেদিন হবে সেদিন কেউ পারবেন ঠেকাতে। ধন্যবাদ দাদা অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা।
এস.জেড বাবু
শুভ কামনা প্রিয় ভাই
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা অফুরন্ত দাদা ভালোবাসা অফুরন্ত।
সুরাইয়া পারভিন
এদেশে আরো কখনোই উদিত হবে
স্বাধীনতার সূর্যোদয়
অজস্র রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে
পরাধীনতার শিকল পড়িয়ে রেখে
অন্ধ বধির হয়ে গেছে স্বাধীনতা নামক বস্তুটি
সঞ্জয় মালাকার
হু – ঠিক বলেছেন দিদি, পরাধীনতার শিকল পড়িয়ে রেখে
অন্ধ বধির হয়ে গেছে স্বাধীনতা নামক বস্তুটি, তবুও আশাবাদী একদিন না একদিন স্বাধীনতা আমাদের দেশে ভক্ত মানুষের আনন্দ যোগাবে।
অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা দিদি, ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা রইল।
ছাইরাছ হেলাল
না পাওয়ার আক্ষেপ নিয়েও পাওয়ার অপেক্ষ আমদের থেকেই যাবে।
সঞ্জয় মালাকার
পাওয়ার অপেক্ষ আমদের একদিন না একদিন স্বাধীনতা আসবেই আসবে।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
সকালে ঘুম থেকে উঠে আপনার লেখা কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। তাই শুভসকালে শুভেচ্ছা জানালাম। আশা করি ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
শুভ সকাল দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালোথাকুন সব সময় শুভ কামনা।
তৌহিদ
নিজের স্বাধীনতা নিজেকেই রক্ষা করতে হচ্ছে এখন। কবিতা পড়ে ভালো লাগলো দাদা।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, ভালো লাগাও ভালোবাসা রইলো, শুভ দুপুরের শুভেচ্ছা রইলো।
নৃ মাসুদ রানা
বাহ!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা।
সাখিয়ারা আক্তার তন্নী
স্বাধীনতা এখন কেবল মুখের বুলি,
আরো অনেক বলিদান করতে হবে।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, স্বাধীনতা এখন শুধু মুখে মুখেই ।
অজস্র ধন্যবাদ দিদি, শুভেচ্ছা জানাবেন।
মোহাম্মদ দিদার
মোহাম্মদ দিদার
এই,তোরা শুনছিস? পা চাটা কুত্তার দল!
স্বাধীনতা কোথায় আছে? খোলসা করে বল!
গুম, খুন আর ধর্ষণের চিহ্ন দেখি, দৈনিক পত্রিকার পাতায়।
ওরে আতেলের বাচ্চারা, বলে দে এবার স্বাধীনতা আছে কোথায়?
দোষী হলেও আইন আদালতে,যদি ক্ষমতাশীনদেরই হবে জয়।
তবে, সব আমজনতার স্বাধীনতা লুকিয়ে রেখেছিস কোন চুলায়?
যদি সত্যবলা যুবকটাকেও আজ পালিয়ে বেরাতে হয়।
তবে রক্তে কেনা স্বাধীনতা আজ হারিয়ে গেলো কোথায়?
যদি রাস্তা ঘাটে, গ্রামের হাটে ও থাকে ক্ষমতার বাহাদুরি।
তবে সে স্বাধীনতা রয়েছে কোথায়,জনতা যার উত্তসূরী?
যদি আমজনতার চোখের জল পিষে, ক্ষমতাশীনদের পায়।
তবে লাখো শহীদের রক্তে কেনা, সে স্বাধীনতা রইলো কোথায়!
তভুও ঐ আতেল আর সব পা’চাটার দল গাহে স্বাধীনতার গান।
আমি বলি, হারিয়েছে স্বাধীনতা,সেদিন।যেদিন হয়েছে সঠিক সংগ্রামের অবসান।
সঞ্জয় মালাকার
মনমুগ্ধ মন্তব্য দাদা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো লাগা অফুরন্ত।
আমি বলি, হারিয়েছে স্বাধীনতা,সেদিন।যেদিন হয়েছে সঠিক সংগ্রামের অবসান।
ঠিক বলেছেন দাদা।