স্বর খায় সরীসৃপ

এজহারুল এইচ শেখ ৫ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৭:৫৮:৩৬অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

নির্জন বারান্দায় তির্যক রোদ
দেওয়ালের গায়ে চুঁয়ে পড়ে ,

একলা ঘরে
ঢোকে হাত পেতে পা-এলিয়ে বসে,
বোধির মুখে আদিম গান গায়,

মাথার উপর
ফ্যান ঘোরে,দরজার পর্দা
অন্তর্বাসের লজ্জার সুর মেলায়,
দুপুর থেকে নীরব সন্ধ্যায়!

আলোর অভাবে
ব্লেডে নখ কাঁটতে গিয়ে
নরম কচি মাংস কাঁটে ইরাবতীর,

রক্ত পথ ধরে
নীল নদের গর্ভের গহ্বর থেকে
লোহিতের উন্মুক্ত যোনিতে,হিল্লোল ওঠে
টেমসের তেল-জলে,
সাঁতার কাঁটে মাছ লাইফ-বেল্ট হাতে ডাউনষ্ট্রীটে,

সাইনবোর্ডের নরম ঠোঁট চুমু কষে
কফি-হাউসে বসে,চোখ খুলে দেখে কাপ নয়
তেল তেলে কেউটে সাপ!

মায়ার শরীরে বডি স্প্রে
নিয়ে পড়ে আছে ডাইনিং টেবিলে,
হাত দিয়ে কাম নিলেও কাঁটে না,হ্যান্ডসাম
পুরো যেন ঘরের ছেলে!

নীচের তালায় অন্ধকারে শুনি
বাদামী থেকে সবুজে রঙে এসে লজ্জাবতীর
দেহের মৃতু হয়,

রাতের স্লেটে ধ্রুব খড়িতে লিখে
মুছে দেয়,অ-এ-অজগর আসছে তেড়ে…
মা স্বরবর্নের সঙ্গে পালিশের গায়ে সরীসৃপ চেনায়…

@ বাড়ি,
তারিখ-০৫/০৯/১৩
সময়-৪ঃ১০ বিকাল

0 Shares

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ