স্বর্গ

আলমগীর সরকার লিটন ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১০:০৬:৪৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

চোখ জুড়ে মেয়েদের  স্বর্গ

নরক নাকি ছেলেদের মন!

হাসির ঝলক যত সব শিশুর

কান্নার রাশি রাশি মেঘ বৃদ্ধদের

ইচ্ছে করলেই স্বর্গ দেখা যায় বুঝি

বায়নার ওযুর হাত শুধুই স্বর্গ

অথচ পাপ বুঝে না; কত পাপ

হেঁটে যায়- রাস্তায় দিবারাত্রি-

অতঃপর দুইচোখে ঈশ্বর নাই

মন খোলা উঠনে শুধুই স্বর্গ!

২৮ ভাদ্র ১৪২৯, ১২ সেপ্টেম্বর ’২২

২১৯জন ১৬১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ