কখনো কখনো অনেককিছু হারিয়ে খুঁজে বেড়াই না পাওয়া সেই বাসনাগুলো।
স্মৃতিপটে অন্তহীন কষ্টের কথা অজানা থেকে যায় তার! মাঝে মাঝে পৃথিবীটা বিষাদময় হয়ে উঠে!!! তবুও ভালোবাসার এই রঙিন পৃথিবীটা আবার মুখরিত হয়ে উঠে নতুন স্বপ্নের জালবুনে। অজানা স্বপ্নের পথে শুধু হেঁটে চলা। জানিনা অজানা কোনো পথের বাঁকে হঠাৎ স্বপ্নগুলোর সাথে হয়তো দেখা হবে হয়তো না!!
জানিনা এ অজানা পথের শেষ কোথায়! তবুও স্বপ্নময় সেই গোধূলির প্রতীক্ষায়……
৩১টি মন্তব্য
ফয়জুল মহী
খুব সুন্দর, অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী, পাঠে মুগ্ধতা ।
পপি তালুকদার
ধন্যবাদ এতো সুন্দর ভাবে বলার জন্য।
মোঃ মজিবর রহমান
আপনার ছোট্ট লিখায় স্বপ্ন দেখছেন। আবার নতুন ভাবি নতুন কথামালায় স্বপ্ন বুনি। তাই আবার জিবনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে সাধ জাগে।
বোন লিখা আরো বড় করে লিখুন। আরো বিস্তারিত স্বপ্ন জাগান সুন্দর লিখা উপহার দেবেন সোনেলাকে সেই কামনা করি।
অন্যের লিখাও পড়ুন।
শুভেচ্ছা রইল সোনেলার পক্ষ থেকে। শুভব্লগিং।
পপি তালুকদার
ধন্যবাদ। চেষ্টা থাকবে।
মোঃ মজিবর রহমান
আশা করি আবার লেখা পাব। দ্রতই
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
ছোট সুন্দর একটি পোষ্ট নিয়ে এলেন প্রথমে।
স্বপ্ন নিয়েই আমরা বেঁচে থাকি, কিছু স্বপ্ন ভেঙে যাবার পরে আবার স্বপ্নের জাল বুনি।
এভাবেই আমরা বেঁচে থাকি।
নিয়মিত লিখুন সোনেলায়, অন্যদের লেখাও পড়ুন।
লেখা পড়লে ধারনা হবে কেমন লেখা ব্লগের জন্য উপযোগী।
শুভ কামনা, শুভ ব্লগিং।
পপি তালুকদার
আপনার উৎসাহের জন্য ধন্যবাদ। সময় পেলে তার যথাসাধ্য চেষ্টা থাকবে।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় স্বাগতম আপনাকে। খুব সুন্দর করে ক্ষুদ্র পরিসরে লেখা দিয়ে সোনেলায় আপনার শুভ সূচনা করলেন। আপনার স্বপ্ন পূরণ হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আমাদের সহযাত্রী হওয়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
পপি তালুকদার
ধন্যবাদ আপনাকে।
বন্যা লিপি
সোনেলার সোনালী উঠোনে স্বাগতম।
১২ লাইনের কথামালায় দেখা-দেখতে চাওয়া স্বপ্নের আশা আকাঙ্খার প্রতিরুপ নিয়ে আপনার প্রথম বিচরন এই সোনেলা দর্পনে। না চাইলেও আমরা স্বপ্ন দেখি, আবার দেখা স্বপ্ন কেন আরেকটু বর্ধিত হলো না তা নিয়েও আফসোস করি। কিছু স্বপ্ন দেখতেই থাকি পূরণ হবে ভেবে। আশা নিরাশার দোদুল্যমান শংকায় ভাসাই জীবনের তরী।
“জানিনা এ অজানা পথের শেষ কোথায়! তবুও স্বপ্নময় সেই গোধূলির প্রতীক্ষায়……”
ঠিক এই রকম। আপনার লেখনী শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাক কামনা করছি। আমাদের সবার সাথেই থাকুন,পড়ুন উকসাহ দিন এবং উৎসাহিত নিজে হোন। আবারো স্বাগতম জানিয়ে শুভেচ্ছা শুভ কামনা রেখে গেলাম।
পপি তালুকদার
ধন্যবাদ।
ইঞ্জা
প্রথমেই জানাই সু স্বাগতম সোনেলার উঠোনে, নিয়মিত লিখুন নিজের মনের মাধুরি মিশিয়ে, নিজে লিখুন, সাথে অন্যদের লেখাও পড়ুন, এতে আপনার সাথে অন্য ব্লগারদের সাথে পরিচিতি হবে এবং আপনার লেখার পাঠক বৃদ্ধি পাবে।
আসি আপনার লেখাতে, আপনার প্রথম লেখা বলে কিছু বললাম না, শুধু বলে রাখি ব্লগের লেখা আর একটু বড় হওয়া ভালো।
স্বপ্ন সবাই দেখে কিন্তু যে স্বপ্নকে সত্যতে রুপান্তর করতে পারে সেই সাক্সেসফুল হয়।
খুব সুন্দর লেখণী, ভালো লাগলো।
পপি তালুকদার
ধন্যবাদ
ইঞ্জা
হ্যাপি ব্লগিং
রেজওয়ানা কবির
স্বাগতম আপনাকে সোনেলার উঠানে।স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে,স্বপ্ন দেখতে থাকুন,সুন্দর সুন্দর লেখা লিখতে থাকুন।শুভকামনা।
পপি তালুকদার
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
অজানা পথের শেষ দেখতে নয়, আসলে আমরা যেতে চাই আকাঙ্ক্ষিত গন্তব্যে। স্বপ্ন, হারোনোর ব্যাথা আর বাসনার মিশ্রণে আমরা খুঁজে নিই নিত্ত নূতন স্বপ্ন।
সুন্দর লিখেছেন। ব্লগিও পোস্ট আরও কিছুটা বিস্তারিত হলে ভালো হয়।
সোনেলা পরিবারে আপনি স্বাগত। নিয়মিত লিখুন।
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
ধন্যবাদ
মোঃ খুরশীদ আলম
জীবনটাইতো এমন, হারানো আর খুঁজে পাওয়ার গল্প। আপনার প্রকাশিত অনুভূতি ভাল লাগল। সুস্থতা কামনা করি।
পপি তালুকদার
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
সত্যই স্বপ্নগুলোর সাথে হয়তো দেখা হবে হয়তো না কিন্তু ঘুমের ঘোর রোজ স্বপ্ন দেখে যাব——————সুন্দর কবি আপু
পপি তালুকদার
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
সোনেলা পরিবারে স্বাগতম আপনাকে।
শুভ কামনা।
পপি তালুকদার
ধন্যবাদ
শামীম চৌধুরী
সোনেলায় আপনাকে পেয়ে প্রথমেই জানাই অভিনন্দন। আর অনুভূতির প্রকাশটা দারুন।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ
আরজু মুক্তা
স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়।
পপি তালুকদার
স্বপ্ন ই জীবন।ধন্যবাদ
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
নিয়মিত লিখুন ও পড়ুন আমাদের।
পপি তালুকদার
ধন্যবাদ। প্রচেষ্টা থাকবে নিয়মিতভাবে লেখার এবং আপনাদের লেখা পড়ার।
তৌহিদ
সোনেলায় স্বাগতম। আশাকরি নিয়মিত লিখবেন আপু।
শুভকামনা রইলো।