স্বপ্ন

বোকা মানুষ ২৬ মার্চ ২০১৪, বুধবার, ০৮:১৮:৫৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ৬ মন্তব্য

আমার একটা স্বপ্ন ছিল,

ছোট্ট একটা বাড়ী করবার।

সামনে আকাশের ছোট্ট উঠোন।

সেখানে মেঘেদের ছোটাছুটি।

 

ঘরের চাল বেয়ে একটা নদী

লতাগাছের মত উঠে যাবে।

সে লতার ফাঁকে ফাঁকে হবে

তারাদের তুমুল কিচির মিচির।

 

উঠোন ঘিরে থাকবে রোদ্দুরের বেড়া,

ফাঁক দিয়ে বছরজুড়ে বাসন্তি বাতাস।

পেছনে থাকবে জ্যোছনার ছোট্ট পুকুর,

সাঁতারে, ডুবস্নানে স্নিগ্ধতার আয়োজন।

 

ব্যস! এটুকুই!

আত্মজ আমার,

আমি যদি নাই পারি,

তুমিই নাহয় পূরণ করো!

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ