ভাবনা-চোখ চেয়ে আছে নিবিড় আকাশ পানে,
জোড়া-স্মৃতিতে গেঁথে আছে ফুল-ঐশ্বর্য সম্মোহন;
রাত্রি-জাগা স্নিগ্ধ-সিক্ত জ্যোৎস্নার অবগাহন
পালকের মত জড়িয়ে আছে, গায়ে গায়ে।

অক্ষম বিকেল করজোড়ে ধার চায়
একটুখানি সোনাজ্বলা উজ্জ্বলতা, সন্ধ্যার কাছে,
যদি-বা অতিক্রান্ত জীর্ণ-হৃদয় ফিরে আসে
প্রাণৈশ্বর্যের কাঁচা শরীরী ঘ্রাণে।

বুনো মৌমাছিটি প্রতিধ্বনি তোলে
স্বপ্ন-হৃদয় ছিঁড়ে-খুঁড়ে, ক্লান্ত শয়ানে,
দগ্ধ-দিনের পথ-রেখার হাঁটা পথে
হেঁকে-হেঁকে ঐ যে ডাকে!

ছবি......... নেট থেকে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ