
ইচ্ছে করে,
স্বপ্ন গুলো উড়িয়ে দেই পাখির ডানায়
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরুক সবুজের প্রান্তরে
কিছু লেপ্টে থাকবে আকাশের নীলে
কিছু গিয়ে আছড়ে পড়বে দুরন্ত নদীর বুকে
কিছু স্বপ্ন তপ্ত হয়ে ফুটতে থাকবে আগ্নেয়গিরির লাভায় প্রবল আক্রোশে কিছু স্বপ্ন নেমে যাবে পাহাড়ি ঢলে।
গুটিকয়েক স্বপ্ন টুপটাপ খসে পড়বে পাখির পালকের মতো,
বাতাসে ভেসে যাওয়া কদমের রেণু হয়ে আটকে থাকবে কোন নৃ-যোদ্ধার তীক্ষ বর্শা-ফলায়।
কিছু স্বপ্ন স্বীকারোক্তি হয়ে মিশে থাকবে পাখিটার উষ্ণ দেহে
জড়িয়ে যাবে মায়ায়-ছোঁয়ায়
আকড়ে রাখবে আমৃত্যু ভালোবাসায়।
★অ-কবিতা
২৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
হাজিরা এবং ফাস্ট 🥰🥰
রোকসানা খন্দকার রুকু
এজন্যই বলা হয় স্বপ্ন সীমাহীন। যেভাবে পারো ছড়িয়ে ছিটিয়ে দাও।
শেষটুকু দারুণ লাগলো- স্বীকারোক্তি হয়ে মিশে থাকা স্বপ্ন আমাদের বেঁধে রাখে মায়ায়। জীবন তাইতো সুন্দর হয়ে ওঠে। ভালো লাগলো। 🌹
সাবিনা ইয়াসমিন
কিছু স্বপ্ন সহজ আর সত্যি হয় বলেই আমরা বেঁচে থাকার রসদ পাই। মায়াবী স্বপ্ন গুলো আমাদের পৃথিবীকে মায়াময় করে রাখে।
প্রথম মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা 🌹🌹
খাদিজাতুল কুবরা
স্বপ্নের আকৃতি অভিনব। মানুষের জীবন মসৃণ নয়। নানা রুপে নানা রুপে ঢংয়ে প্রতিকূলতা আসে স্বপ্নের মাধবীলতাকে জড়িয়ে পেঁচিয়ে জটিল করে তুলতে। মানুষের শ্রেষ্ঠত্ব সেখানেই যে মানুষ সব বাঁধা ডিঙাতে পারে ভালোবাসার ডানায় ভর করে। গুটিকয়েক লাইনে এতো গভীর লেখা লেখকের মুন্সিয়ানার পরিচায়ক।
সাবিনা ইয়াসমিন
এত সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
লেখা গুলো পড়ে কেউ যখন এমন করে অনুভব করে তখনই মনে হয় ভাবনার প্রকাশে সার্থকতা পেয়েছি।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
এমনই সর্বদা চাওয়া আপু!
কিন্তু স্বপ্ন যে আছড়ে পড়ে
অসহায় লহরী হয়ে তপ্ত নিঃশ্বাসে জাগা শুষ্ক বালিয়ারী তটে।
নিরন্তর মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সাবিনা ইয়াসমিন
কিছু স্বপ্ন আছড়ে পরবে আর কিছু স্বপ্ন আমাদের টেনে নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে, এটাই স্বপ্নের রীতি।
ধন্যবাদ লিটন ভাই, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
অ-কবিতা❤️❤️
সীমানাহীন স্বপ্ন! কিছুতো আছড়ে পরবেই।।
বাইদা বাই কবি’র কবিতা কিন্তু ভাল হয়েছে।
সাবিনা ইয়াসমিন
।। সীমানাহীন স্বপ্ন! কিছুতো আছড়ে পরবেই।।
একদম ঠিক!
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
স্বপ্ন ঝর্ণা হয়ে বহে যায় উষ্ণ জমিনে
ধীরে ধীরে থিতু হয় নদীতে
শীতল উষ্ণ জলাধারকে বুকে ধারন করে নদী।
.. উষ্ণ স্বপ্নের প্রসবণ,
কবিতা এত সহজ হলে বুঝে ফেলি তো,
নৃ-যোদ্ধার তীক্ষ বর্শা-ফলার ছবির দিকে তাকিয়ে আছি মন্ত্রমুগ্ধের মত।
খুব সুন্দর কবিতা ও ছবি নির্বাচন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন ঝর্ণা হয়ে বয়ে যায় উষ্ণ জমিনে
ধীরে ধীরে থিতু হয় নদীতে
উষ্ণ জলাধারকে বুকে ধারন করে শীতল নদী।
.. উষ্ণ স্বপ্নের প্রসবণ,
বাহ! আপনি কবি!? ছোট কবিতায় অনেক ভালোলাগা জমা রইলো।
জিসান শা ইকরাম
সোনেলায় আপনার এটি দুইশত তম পোস্ট।
অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
সময় আছে এই বছর আরো। এবছরই তিনশত পোস্টের জন্য শুভেচ্ছা জানাতে চাই আপনাকে।
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
এ বছরেই তিন’শ সম্ভব !! তাও আমার দ্বারা?
মানে কেম্নে কি বলে দিলেন আপনিই জানেন। মন্তব্য পড়েতো মাথা ঘুরাচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
স্বপ্ন নিজের মতো করে বয়ে যায়। সীমাহীন তার পর চলা।
দুইশ তম পোস্টের জন্য অসংখ্য শুভাশিস ও অভিনন্দন রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ হালিমা আপু। ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সৌবর্ণ বাঁধন
মানুষ স্বপ্ন উড়ায়। স্বপ্নেরা ফানুসের মতো পুড়ে পুড়ে মিশে যায় হয়ত হাওয়ায়। অথবা কবির কাঙ্ক্ষিত পাখিটির উষ্ণ পশমে বেঁচে থাকে অমরত্বের সন্ধানে! এই কর্কশ পৃথবীর আগ্নেয় পাথরে হয়ত স্বপ্নেই হয় শুধু ভালোবাসার চাষাবাদ! অনেক সুন্দর লিখা।
সাবিনা ইয়াসমিন
কি চমৎকার করে লিখলেন!
আসলেই কিছু স্বপ্নের চাষাবাদ স্বপ্নেই হয়।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
রেজওয়ানা কবির
ইচ্ছে করে সব সুখগুলো স্বপ্নেই পেতে!
ইচ্ছে করে দুঃখ গুলো সব মুছে ফেলি দুঃস্বপ্ন ভেবে!!
এরকম হাজার ইচ্ছের ডানায় বাকিজীবন ভড় করে চলতে মন ইচ্ছে করে!
মানুষ আসলে স্বপ্নেই বাঁচে।।।
অ কবিতা মানেই সাবিনা আপুর অসাধারণ লেখা।
শুভকামনা, শুভেচ্ছা ❤️।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন না এলে মানুষের বেঁচে থাকার মাঝে গতি থাকতো না। কিছু স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, কিছু স্বপ্নবাজ মানুষের অবদানে আমাদের কারো-না-কারো পৃথিবীটা সুন্দর হয়ে থাকে।
অনেক ধন্যবাদ রেজওয়ানা। শুভ কামনা অবিরাম 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ইচ্ছের গোপন রহস্য হলো স্বপ্ন প্রসবণ!
আর রহস্যভেদ করতে হলে ঐকান্তিক ইচ্ছাশক্তির প্রয়োজন।
অসামান্য লেখা।
কী গভীর অনুভব ও বিশ্লেষণ করেছেন, দিদি!
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন আর ইচ্ছেরা একে অপরের পরিপুরক। একটা ছাড়া অন্যটি অসম্পূর্ণ। যাপিত জীবনে সামঞ্জস্যতা এনে দিতে স্বপ্ন প্রসবণ অনেক জরুরী।
প্রদীপ, তোমার মন্তব্য সব সময়ই লেখার প্রতি আগ্রহ এনে দেয়।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
দুইশোতম পোস্টের জন্য শুভকামনা আপু,,,
রিতু জাহান
এবার বুঝলাম এতো বন্যা কেনো!
এতো প্রেম যদি পাহাড়ি ঢলেই আছড়ে পড়ে বন্যা তো হবেই, ভাসাবেই তো সমতল!
তয় আগ্নেয়গিরিতে দিলেন কেনো? কি পরিমাণ গরম পড়ছে দেখছেন?
এসব কইলাম ঠিক না,,মোর হাশফাশ উইঠা গেছে।
রিতু জাহান
স্বপ্নগুলো যত্নে থাকুক সবখানে,, শুভকামনা আপু