স্বপ্ন প্রসবণ

সাবিনা ইয়াসমিন ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৩:১৬:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

ইচ্ছে করে,
স্বপ্ন গুলো উড়িয়ে দেই পাখির ডানায়
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরুক সবুজের প্রান্তরে

কিছু লেপ্টে থাকবে আকাশের নীলে
কিছু গিয়ে আছড়ে পড়বে দুরন্ত নদীর বুকে
কিছু স্বপ্ন তপ্ত হয়ে ফুটতে থাকবে আগ্নেয়গিরির লাভায় প্রবল আক্রোশে কিছু স্বপ্ন নেমে যাবে পাহাড়ি ঢলে।

গুটিকয়েক স্বপ্ন টুপটাপ খসে পড়বে পাখির পালকের মতো,
বাতাসে ভেসে যাওয়া কদমের রেণু হয়ে আটকে থাকবে কোন নৃ-যোদ্ধার তীক্ষ বর্শা-ফলায়।

কিছু স্বপ্ন স্বীকারোক্তি হয়ে মিশে থাকবে পাখিটার উষ্ণ দেহে
জড়িয়ে যাবে মায়ায়-ছোঁয়ায়
আকড়ে রাখবে আমৃত্যু ভালোবাসায়।

★অ-কবিতা

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ