স্বপ্ন-পরীদের দেশে (৬)

ছাইরাছ হেলাল ২৮ জুন ২০১৯, শুক্রবার, ০৮:০৮:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

হীরে-মুক্তোর ঝিলিক, জোনাকির গড়ানো আলোতে,
ধানসিঁড়িকে বয়ে যেতে দেখি ঘ্রাণ-ফুলের ব্যাপক সম্ভারে,
হাজির গুচ্ছ গুচ্ছ গোলাপি-গোলাপ।
সোনা-ছোঁয়া দিনের শুরুতে দারুণ এক অভাবিত উদ্ভাস
রূপসীর দুরুহতম বাঁকে-বাঁকে,
মধুগন্ধী তিলোত্তমা এবার মাধবীর বেশে;

ছুঁয়ে যাওয়া এই রঙিন মনোরম সুন্দরের স্থির স্রোতের
গা-ঘেঁসে দাঁড়িয়ে আছি এই জলসিঁড়িতে।

ব্যাধিগ্রস্ত কিলবিল শুঁয়োপোকাদের মরণ চিৎকার শুনে-টুনে-ও
রূপসী নদীটি বয়ে যায়, একরাশ অবজ্ঞা ছুঁড়ে।

এই মায়াবী সুবেহ-সাদেকে আষাঢ় বৃষ্টির কেকা-ধ্বনি নয়
কুহুতান ভেসে আসে হৃদয়ে স্বপ্ন-বীণার তান তুলে,
ধানসিঁড়ির স্ফটিক জল বয়ে যায় দূর-নিরুদ্দেশে
অবিনাশী-স্বপ্ন-পরীদের দেশে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ