
স্বপ্ন নিয়েই বেঁচে থাকা আমাদের সকলের। আমার ইচ্ছেগুলো অসীম; যার কোন সীমা-পরিসীমা নেই। আমি ব্যক্তিগতভাবে খুব সরল জীবনযাপন করি আর একারনেই আমার স্বপ্নগুলি এক সরলরেখায় একটার পরে একটা গাঁটবেধে বসে আছে অথচ লক্ষ্য বহুদূর!
চাকরিসূত্রে আমার কাজ এদেশের নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে। আর্থসামাজিক উন্নয়নে একজন সুস্থ-সবল মা’ই কেবলমাত্র পারেন একটি সুস্থ শিশু উপহার দিতে। গত সপ্তাহ পর্যন্ত আমি একদিন বয়সী বাচ্চাকে সহ আঠারো মাস বয়সের প্রায় সাড়ে চার হাজার বাচ্চাকে বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা দিয়েছি। কিশোরী ও গর্ভবতী দুই হাজারেরও অধিক নারীকে বিভিন্ন রকম স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থাপনা পত্র দিয়েছি।
আমার স্বপ্ন সেই শিশুরা বড় হয়ে একদিন নিজের মেধা দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার শামিল হবে। নারীরা স্বাবলম্বী হয়ে আমাদের সমাজে নিজেদের অবস্থান তৈরি করবেন এবং করছেন। সফল নারীদের যখন দেখি তখন আমার মনে স্বপ্ন পুরনের শিহরণ জাগে। এটাইতো নিজের স্বপ্ন দেখার সাফল্য।
ব্যক্তি জীবনে আমি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজ করি। অনেক নেশাগ্রস্ত মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আলোর পথে আসতে সাহায্য করেছি। এটাও আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। যারা একসময় এই সমাজ ও তাদের পরিবারের কাছে নিন্দনীয় মানুষ ছিল আজ তারাই সুস্থ হয়ে তাদের গ্রহনযোগ্যতা প্রমাণ করছে। সমাজ থেকে অনাচার দূরীকরণের যে স্বপ্ন আমি দেখি এটিইতো আমার সেই স্বপ্নের সফলতার একটি সিঁড়ি।
এদেশেরই অনেক দর্শনীয় স্থান আমি এখনো দেখতে পারিনি। ইচ্ছে আছে, স্বপ্নও দেখি এসব স্থান ভ্রমনের। চৌষট্টিটি জেলার মধ্যে চল্লিশটিরও অধিক জেলা দেখা হয়েছে একাধিকবার। যে মাটিতে জন্মেছি আগে সেখানকার সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করতে চাই প্রতি মুহূর্তে। তারপর স্বপ্ন এই বিশ্বকে দেখার।
স্বপ্ন দেখি প্রকৃতিতে বিলীন হবো, স্বপ্ন দেখি নদীর কুলকুল ঢেউয়ে রৌদ্রের ঝিকিমিকি সৌন্দর্য প্রাণভরে অবলোকন করবো। ইচ্ছে আছে সাহারা মরুভূমিতে জোৎস্না দেখবো কিন্তু স্বপ্ন পূরণ করেছি গহীন বালুচরে সারারাত ধরে জোৎস্নার আলো দেখে। ইচ্ছা আছে নায়েগ্রা জলপ্রপাত দেখার, স্বপ্ন পূরণ করেছি ফটিকছড়ির ঝরনা দেখে।
ইচ্ছে আছে হিমালয় দেখার, ট্রয় নগরী দেখবো, আর্কটিক মহাদেশে এস্কিমোদের সাথে রাত কাটাবো। এসব যেদিন বাস্তবতায় ধরা দেবে সেদিন বুঝবো ইচ্ছেরা স্বপ্ন হয়ে ধরা দিয়েছে। আগামীর ভবিষ্যৎ কি হবে আমরা কেউই জানিনা।
আমি স্বপ্ন দেখি বাস্তবতার নিরিখে, তবে গোপন ইচ্ছেগুলোকে মনে পুষে রাখি সযতনে। প্রত্যাশা হয়তো তারাও একদিন স্বপ্ন হয়ে ধরা দেবে কে জানে!
“বহুদিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।”
[কবিতাংশ- রবীন্দ্রনাথ ঠাকুর]
ছবি- নেট থেকে নেয়া।
২১টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
স্বপ্ন আছে বলে পৃথিবী এত সুন্দর
স্বপ্ন আছে বলে মানুষ আজও বেচে আছে
শুভকামনা রইল সতত।
তৌহিদ
স্বপ্ন নিয়েই বেঁচে থাকা। স্বপ্ন শেষ হয় শুধুমাত্র মানুষের মৃত্যুতেই। ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ভাইয়া চমৎকার স্বপ্ন আর স্বপ্ন পূরণের পন্থা। এমনভাবেই বা ক’জনে স্বপ্ন পূরণ করতে পারে? আগে নিজের দেশটাকেই দুচোখ ভরে দেখা উচিত তারপর অন্য দেশ যদি সুযোগ হয়। ঈশ্বর আপনার স্বপ্ন পূরণ করুন। আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর স্বপ্ন দেখে আর পূরণ করে।
তৌহিদ
মানুষের জন্য দেশের জন্য কিছু করার তাগিদ আমার সবসময়ের স্বপ্ন। পূরণ হবার প্রত্যাশায় বেঁচে আছি।
আপনিও ভালো থাকুন দিদিভাই।
মনির হোসেন মমি
স্বপ্ন দেখার কোন বাধা নেইআপনার স্বপ্ন এবং ইচ্ছেগুলো খুবই মানবীয়।করে যান যতটুকু সম্ভব। সব শেষে এক মত শেষের কবিতায়।
তৌহিদ
স্বপ্ন নিয়েই আমাদের বেঁচে থাকা। মানবিক কিছু স্বপ্ন বেঁচে থাকার প্রেরণা।
ভালো থাকুন ভাই।
প্রদীপ চক্রবর্তী
প্রতিটি মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ধ্যান, ধারণা আলাদা আলাদা। একজনের সাথে অন্যজনের মিল নেই।
.
আপনার স্বপ্নের প্রশংসা করতে হয় নির্দ্বিধায়।
তার আগে কবিতার আলোকে নিজের দেশকে দুচোখ ভরে দেখা উচিত।
আপনার স্বপ্ন পূরণ হোক।
শুভকামনা রইলো,দাদা।।
তৌহিদ
প্রত্যেকেরই নিজেদের স্বপ্ন নিয়ে উচ্চাশা থাকে। সকলের স্বপ্ন পূরণ হোক এটাই প্রার্থণা।
শুভকামনা দাদা।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতি কবি দা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
ইঞ্জা
এভাবে কতজনই বা দেশের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারে, স্বপ্ন গুলো কুড়িয়ে নিয়ে স্বপ্ন পূরণের স্বপ্ন দেখতে পারে?
আপনার স্বপ্ন পূরণ হোক এই কামনা সবসময় থাকবে ভাই, শুভকামনা অশেষ।
তৌহিদ
নিজের তরফ থেকে এদেশের যেকোন কিছুতে সামান্যতম অবদান রাখতে পারছি এটাই আমার অনেক বড় স্বপ্ন দাদা। সকলের স্বপ্ন পূরণ হোক এটাই প্রার্থণা।
শুভকামনা আপনার জন্যেও দাদা।
ইঞ্জা
আমীন
রেজওয়ানা কবির
চমৎকার লিখেছেন ভাইয়া।আর বাস্তবে নারী ও শিশু নিয়ে কাজ করেন শুনে দারুন অভিভূত হলাম,আমিও ৫ বছর এই এদের নিয়ে কাজ করেছি। অনেক মানুষকে আলোর পথে নিয়ে এসেছেন এটা জেনেও অনেক ভালো লাগল। আর ইনশাল্লাহ দেশের অবস্থা ভালো হলে আপনার স্বপ্নের জায়গাগুলো ঘুরে বেড়াতে পারবেন। ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা।
তৌহিদ
সকলের স্বপ্ন পূরণ হোক এটাই কামনা আপু। আপনার কাজের কথা জেনে ভালো লাগলো। স্বপ্ন হোক সত্যি।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
স্বপ্ন আছে বলেই আমরা বাঁচি। স্বপ্ন দেখেই আমা আমাদের ভবিষ্যৎ আঁকি।
আপনার এই স্বপ্নের পথ ধরেই আপনি /দেশ পৌঁছে যাবে আগামীর উজ্জ্বলতায়।
তৌহিদ
সকলের স্বপ্ন পূরন হোক এটাই প্রার্থণা ভাই। ভবিষ্যতের জন্য স্বপ্ন নিয়েই বেঁচে থাকা আমাদের সকলের।
দোয়া রাখবেন ভাইজান।
রোকসানা খন্দকার রুকু
স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু নিজেকে নিয়ে। আপনার মত স্বপ্ন দেখার মানুষ কম। সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
তৌহিদ
স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি তবে বাস্তবতা নিরীক্ষণ করিনা বলেই বুঝতে পারিনা। আপনিও ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
আমরা স্বপ্নে বাঁচি। আর দেশ বাঁচে ভালোবাসায়।
স্বপ্ন পূরণ হোক।
তৌহিদ
আমাদের স্বপ্নে এগিয়ে যাক দেশ, বেঁচে থাকুক দেশের মানুষ।
শুভকামনা রইলো আপু।