
ক্লান্ত দেহ নিয়ে সবাই যখন শুয়ে অসীম নিদ্রায় ব্যস্ত ।
আমার দুচোখ তখন জল ভরা মেঘাচ্ছল আকাশ ।
বেদনা কাতর হৃদয় নির্ঘুম রাত যখন গভীর, আহত
কলম আমার বার বার দ্বার হবার চেষ্টা করছে ।
কারন টা সেই মানুষের একদম অজানা নয় ।
সারা রাত জেগে জেগে যে মানুষ গুলো কে ভালোবেসে
সারা জীবন মনে রাখার কঠিন মনস্তাতিক চিন্তা
করা হয় ,সেই মানুষ গুলি যদি একবার মনে করে
জীবনটা সার্থক হতো ।
ভালোবাসার মত ভালো বোকামী বুঝি
পৃথিবীতে আর একটাও নেই ।
আজ এই রাতের মেঘাচ্ছন্ন নির্ঘুম চোখের
তীব্র আর্তনাদ যে শুধু তোমার জন্য ।
তোমার সুন্দর দেহের ভালোবাসা পাবার মানুষ
চার পাশে অনেক কিন্তু মনে রাখার মানুষ নেই ।
তুমি ভুলে যেও না ,এক গুচ্ছ লাল গোলাপ আমিও তোমার জন্য নিয়ে বসে আছি সেই তোমাকে দেখার প্রথম দিন হতে ।
ভালোবাসা পাওয়ার জন্য যে মানুষ গুলি জীবনে সব কিছু করতে পারে সে মানুষ গুলোর জীবনে বুঝি ভালোবাসা জোটেনা ।
তোমাকে পাওয়ার জন্য একজন মানুষ যখন সব কিছু ছাড়তে প্রস্তুত তখন তুমিই তাকে ছেড়ে চলে যাও। একবার ভেবে দেখেছিলে কি সেই মানুষটার কথা , কি ভাবে চলবে তার জীবন ।
অন্ধের যষ্টির মত যে মানুষটা তোমার হাত ধরে তার জীবনটা কাটাতে চেয়েছিল।
সেই মানুষটা,
তোমার অপেক্ষায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকে ।
তোমার জন্য রাত জেগে কাঁদে ।
নির্ঘুম রাত কাটায় ।
আজকের এই দিনে সেই সব মানুষদের
বলছি ফিরে আসো আর একবার।
ভালোবেসে ভালো থাকতে ,ভালো
ভাবে বাঁচতে শিখাও আর একবার।
ঘুমজাগা চোখ গুলোকে স্বপ্ন দেখতে
কিছু সুন্দর কল্পনা পাঠাও আর একবার।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা পাওয়ার জন্য যে মানুষ গুলি জীবনে সব কিছু করতে পারে সে মানুষ গুলোর জীবনে বুঝি ভালোবাসা জোটেনা ।তোমাকে পাওয়ার জন্য একজন মানুষ যখন সব কিছু ছাড়তে প্রস্তুত তখন তুমিই তাকে ছেড়ে চলে যাও। একবার ভেবে দেখেছিলে কি সেই মানুষটার কথা , কি ভাবে চলবে তার জীবন??? খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় , শুভেচ্ছা নিবেন।
ফয়জুল মহী
সুপাঠ্য,সুশোভন লেখা।
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন ।
হালিম নজরুল
“ভালোবাসার মত ভালো বোকামী বুঝি
পৃথিবীতে আর একটাও নেই ।”
———–বিষয়টা আসলে আপেক্ষিক। ভাল লাগলো।
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন।
কামাল উদ্দিন
ভালোবাসার মত ভালো বোকামী বুঝি
পৃথিবীতে আর একটাও নেই ।
………..অসম্ভব একটা দামী কথা বলেছেন ভাই
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন প্রিয়
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল বাসন্তি শুভেচ্ছা
নিরব সাগর
ধন্যবাদ
ইসিয়াক
ভালো লাগলো।
বসন্তের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
নিরব সাগর
আপনাকেও বসন্তের শুভেচ্ছা প্রিয়