স্বপ্ন ডিঙার জলে

কামরুল ইসলাম ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:৩৭:০৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

১,
মোহনায় গেছে মিলে, স্বপ্নের বিভোরে ~
প্রাণে প্রাণে একাত্মায়, দৃষ্টিত অগোচরে ~
ঝরা বৃষ্টির উষ্ণতায়, ভিজে গেছে মন ~
ভালবাসার সম্ভারে, জীবনের সব আয়োজন ~
হাতে হাত ধরে, অনাদায়ি পথ চলা ~
মনের দৃষ্টিতে, স্বপ্ন ভরা সৃষ্টিতে, সুফলা ।।

২,
আলোয় রাঙা ভোরে, ঝরা শিউলী ফুলে ~
বিনা সুতায় গাঁথবো মালা, দুজনে হাতে তুলে ~
সুবাস মাখবো মনে, ভালবাসার যতনে ~
আকাশ ছুঁবো, বাতাস ছুঁবো, স্বপ্ন ভরা নয়নে ~
গোধুলী বেলা, নীড়ে ফেরা পাখীর ডানার ক্লান্তিতে ~
আমরা না হয় খুঁজে নিবো, এক নিশিতের শান্তিতে ।।

৩,
বিশ্বাসের নিঃশ্বাস রাখি, তোমার উষ্ণ বুকে ~
রাত গভীরে, চরম প্রাপ্তিতে, পরম সুখে ~
বিলীন হই, ভাঙি-গড়ি , এই হৃদয় ~
স্বপ্ন ডিঙা জলে ভাসাই, দুজনে নিশ্চয় ~
তুমি জড়িয়ে রাখো, অষ্টে পৃষ্টে, মায়া ভরা আঁচলে ~
আমি শান্ত হই, নিবিড় থাকি, মাথা রেখে তোমার কোলে ।।

রচনা কাল ঃ ৩০/১২/২০১৯
ঢাকা ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ