স্বপ্ন-জাগরণে মুক্তি

ছাইরাছ হেলাল ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:১০:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

বিবর্ণের বিপন্ন উৎসবের অহো রাত্রিতে আজ বড়ই একা,
ক্ষণে-ক্ষণে মুহূর্ত-ছলনার বিস্বাদ-বিষাক্ততা সময়ের সঙ্কীর্ণ কুটিরে
ক্ষণভঙ্গুরতায় বিক্ষিপ্ত-উদ্ধত-দুর্বৃত্ত কূটাবেশে কুড়ে কুড়ে খাচ্ছে।

হে বিধাতা,
প্রাণ-যন্ত্রণার অনন্ত কালস্রোত -বিভীষিকার উল্লাস-উচ্ছ্বাসের
ধূম্রজাল ছিন্ন করে কায়ক্লেশে-এনে দাও কবিতাময় কালঘুম!

অটল বিশ্বাসের মৌনলোকে এই-ই মিনতি, আজ্ঞাবাহী দাসের;
সম্ভোগ-রাত্রি নির্বিকার-নির্বিবাদ বিষ ছড়ায়েছে আজ হৃদয় জুড়ে,
প্রাণ যাত্রার অনিঃশেষ ঘুমের নির্ঘুমতা থেকে মুক্তি দাও, স্বপ্ন-জাগরণে;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ