
আভাস-ইঙ্গিতে নয়,নয় অনুপুঙ্খ অনুষঙ্গে,
ভীষণ প্রচ্ছন্ন কুয়াশা-ভোর, দারুণ ব্যঞ্জনায়;
অস্তিত্বের নিখাদ অনুপস্থিতি
ঝাঁপ দেয়া সমুদ্র ঢেউয়ের মত জানান দিচ্ছে
পরিচ্ছন্ন ধোঁয়াশা;
মমত্বের মমত্বের আলো চোখে মেখে
কিছুই আসে-না অনুসরণে অনুকরণে,
এ যেন শুধুই হারিয়ে যাওয়া নিজ নিজ অস্তিত্বের মাঝে
ঘোরতর সুগভীর কুয়াশায়;
কল্পনার আকাঙ্ক্ষাগুলো, আকাঙ্ক্ষার কল্পনাগুলো
সঞ্চয়ের সহৃদয় নিয়ে চারপাশ-জুড়ে ধাওয়া করে
প্রতিশ্রুতি দেয়, নেয়-ও;
অপেক্ষা, এক লক্ষ সুখ,
নিখুঁতে পরিপূর্ণ একটি স্বপ্ন-ছায়া-মুখ।
২৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক দিন পর আপনাকে আমাদের মাঝে ফিরে পেয়ে কি যে ভালো লাগছে ভাইয়া। আশা করি আবারো নিয়মিত আপনাকে আমাদের পাশে পাবো লেখায়, মন্তব্যে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। কবিতা ভালো লেগেছে খুব।
“এক লক্ষ সুখ,
নিখুঁতে পরিপূর্ণ একটি স্বপ্ন-ছায়া-মুখ “- ইস কত্ত সুন্দর করে বললেন!!! সুখ কি পরিমাপ করা যায়!!
ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
ছাইরাছ হেলাল
সামান্য বিরতি নিয়ে আপনাদের মাঝে আসতে পেরে আমিও আনন্দিত।
অবশ্যই নিয়মিত হব সবার সাথে/সবার মাঝে।
বাটখারা না থাকলে মেপে নেয় কীভাবে, পাছে আবার কেউ ফাঁকি না দিতে পারে,
তাই গুনে/মেপে নিতে হবে, কড়ায়গণ্ডায়।
ভাল থাকবেন আপনি।
বোরহানুল ইসলাম লিটন
অসামান্য দুই চরণে সমাপ্তি।
সুন্দর অনুভবের ছোঁয়ায় অনন্য নিবেদন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রইল অন্তহীণ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য।
তৌহিদ
অন্যকারো কোনকিছুতেই নিজের অস্তিত্বকে বিলীন হতে দেয়া যাবেনা ভাইজান। অবশ্যই কুয়াশা একসময় কেটে যাবে রৌদ্রময় দীপ্তিতে। প্রতিশ্রুতি আদানপ্রদান করাতেই মনুষ্যত্ব।
অনেকদিন পরে এলেন ভাই, আশাকরি ভালো আছেন।
ছাইরাছ হেলাল
হ্যা, একটু বিরতিতে ছিলাম, এখন আবার স্বরূপে নিয়মিত হওয়ার চেষ্টা নিচ্ছি।
আসলে দিন শেষে নিজের মুখোমুখি আমাদের হতেই হয়, ঘন কুয়াশায় ও।
ভাল থাকবেন আপনি।
জিসান শা ইকরাম
নিজ নিজ অস্তিত্বের মাঝে হারিয়ে যেতে কজন পারে এই ধোঁয়াশার মাঝে?
একটি স্বপ্ন-ছায়া-মুখ অনুভব করি নিজের মাঝে, চারদিকে বে সুখের মাঝে সুখ তলিয়ে যেতে থাকে,
অনেক দিন পরে আসলেন,
আমিও অবশ্য।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমারা আমাদের নিরন্তর খুঁজি, পাই বা না পাই।
এটি ই জীবনের নিয়ম।
বিরতি নিয়েছিলাম সামান্য।
ধন্যবাদ।
বন্যা লিপি
মস্তিষ্কের ভেতরে দিনরাত চলে অস্তিত্বের টানাপোড়েন। প্রত্যঙ্গের একাংশও আহতবস্থায়, সময় বড় ভাবায়, যেখানে অণুক্ষন চলাচলের নির্বিঘ্ন যাতায়াত ছিলো, সেখানেই মমত্বের বাঁধা এসে দাঁড়ায় কিছুটা থমকে দিতে।
ইদানীং পেয়ে বসেছে ভীষণ আধ্যাত্মিক ভাবনা! তাই বুঝি উচ্চারিত এরকম শব্দমালা।
চোখের কুয়াসা দূর হয়ে যাক পবিত্র প্রার্থনায়।
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে একান্ত আত্মসমর্পণের পারঙ্গমতা অর্জন আমাদের কাম্য,
শুধুই চেষ্টার অবিরততা, শত টানাপোড়নের মাঝে।
ভাল থাকবেন আপনি।
স্বপ্ন নীলা
প্রিয় কবি ! এতো কঠিণ একটি কবিতা লিখেছেন ! আমি বার পড়েও যেন মনে হচ্ছে এর ভাবার্ত জানতে আরো পড়তে হবে। কঠিনের ভেতর দিয়ে সুন্দর নিয়ে হাজির হয়েছেন–এমন কবিতা মনে হয় এই কয়েক মাসে পড়ি নাই — কবিতায় হাজারো +++++++++++++++।
ছাইরাছ হেলাল
বহুদিন/বহুকাল পরে এই ক্ষুদ্রাতিক্ষুদ্রদের মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অবিরাম শুভেচ্ছা, আপনাকেই। ভাল থাকবেন, এই অতিমারিতে।
আরজু মুক্তা
অনুকরণ অনুসরণ করে কি চলা যায়? নিজের অস্তিত্ব নিজেই বিলীন করে। ধোঁয়াশার মাঝে কি খুঁজে পাওয়া যায়? অপেক্ষা আকাঙ্খা আর নির্মল হৃদয় নিয়ে নিজেকে বিলিয়ে দিলে যতটুকু সুখ পাওয়া যায় : তা অবশ্যই একলক্ষ।
আপনি ভালো আছেন তো?
ছাইরাছ হেলাল
আপনাদের দোয়ায় আল্লাহ ভাল রেখেছেন, দোয়া চালু রাখবেন বেশি বেশি।
নিজেকে বিলীন না করেও অনুসরণ/অনুক্রণ করা যায়, এই যেমন আমি আপনার লেখা করই!!
শুধু আলো নয়, অন্ধকারেও আমারা আমদের খুঁজতে চেষ্টা করি। আর এই চেষ্টাটুকুই বিধাতার কাছে পৌছুবে।
আপানি ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
একলক্ষ সুখ পাওয়ার আনন্দই অন্যরকম ঠিক আপনার কবিতার মতোই কঠিন তবে অনবদ্য।
ভালো থাকবেন ভাইয়া।🌹🌹
ছাইরাছ হেলাল
একটু বেশিই বেশি মনে হচ্ছে যে!!
আপনি ও ভাল থাকবেন
পপি তালুকদার
অসাধারণ একান্ত অনুভুতির প্রকাশ।ভালো থাকুন স্বপ্নময় ভালোবাসা কে ঘিরে।শুভ কামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ,
এখানে একটু কম কম লিখছেন বলে মনে হচ্ছে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপেক্ষা, এক লক্ষ সুখ,
নিখুঁতে পরিপূর্ণ একটি স্বপ্ন-ছায়া-মুখ।—- শেষ হোক অপেক্ষার পালা।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, পড়ছেন বলে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে।