স্বপ্ন ওড়াই

আরজু মুক্তা ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০৮:৪৭:৩৩অপরাহ্ন অণুগল্প ২৬ মন্তব্য

স্বপ্ন নাকি হাতের মুঠোয় ধরে রেখে দিতে হয়, ওড়াতে নেই।

ছোটবেলায় ৭ রং এর বেলুনে সাতটা স্বপ্ন উড়িয়েছিলাম। একটাতে ছিলো, বাবা মাকে হারাবো না। ২ নং এ ছিলো, পড়াশোনা শেষ করে শিরিন আপার মতো রাগি টিচার হবো। ৩ নং এ ছিলো, এক বাক্স আইসক্রীম কিনে এক সাথে খাবো। ৪ নং এ ছিলো, যতো রং এর গোলাপ আছে তা কিনে এক ফুলদানীতে রাখবো। ৫ নং এ ছিলো, অনেকগুলো পুতুল কিনে সাজিয়ে রাখবো। ৬ নং এ ছিলো, স্কুলের আলীর ফুচকার পুরা এক হাঁড়ি কিনে বসে বসে খাবো। ৭ নং এ ছিলো, মেকাপবক্স সামনে নিয়ে ইচ্ছেমতো সাজবো।

সুইট সিক্সটিনে এসে, ওকে বলেছিলাম, বেলুন কিনে দিবে?

"কতোগুলো চাও?"

একশো!!

দেখি, ও দৌড়ে গিয়ে কিনে আনলো। অদ্ভুত ভালোলাগায় কান্না চলে আসে।

ও বললো, " ওড়াও!"

বেলুনগুলো উড়িয়ে দিয়ে এক অজানা শিহরণে লাফ দিয়েছিলাম।

আরিফ বলেছিলো, " বড্ড ছেলেমানুষ, তুমি! ছোটবেলায় কি বেলুন কেনার জন্য জেদ ধরতে?"

বলেছিলাম, অনেকেরি ছোটবেলা বেশিদিন স্থায়ী হয়না!

আরিফ বলেছিলো, " পাগলী, খুব কষ্ট করেছিলে?"

আমার কান্না পেলেও, আমি কাঁদি না।

আরিফ আবার বলে, " বিয়ের দিন তোমাকে এক লক্ষ বেলুন কিনে দিবো।"

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ