আমি তোমার হিমু হবো, তোমার স্বপ্নের হিমু হবো। আর তুমি রূপার মতো আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। মন ভুলানো কথা বলছি না তোমাকে। যা বলছি তা আমি করবই, আমি তোমার ইচ্ছা পূরণ করবই। সেদিন নিশ্চয়ই তুমি খুব খুশি হবে। তোমার ঠোঁটে ঐ হাসির ঝিলিক দেখার জন্যই একবার চেষ্টা করে দেখতে চাই। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আমার নামকে নয়। হিমুরা তো পরিব্রাজক হয়, তাই না? আমিও তাই বেরিয়ে পড়লাম। আমার জন্য ভেবো না। আজ নীল একটা শাড়ি পড়ো রূপা, কপালে একটা নীল টিপ দিও। কেন জানি মনে হচ্ছে নীলের মাঝে রূপা আরও বেশি উদ্ভাসিত হবে। পারলে চোখে গাঢ় করে কাজল লাগিয়ো। এই কথা গুলো আমার অবচেতন মন বলছে।। কিন্তু বাস্তবে রুপা জানো তোমাকে বেধে রাখার কোন কিছুই আমার কাছে নেই, কোন শক্তি নেই কোন যোগ্যতা নেই,হিমুরা কারো যোগ্য হতে পারে না,হিমুরা কাওকে ভালবাসতে পারে না,কারো মায়ায় জড়ায় না, হিমুরা সারাজীবন এই ভাবে ভবঘুরে থেকে যাই,তাই আমি ও হিমু হয়ে গেলাম আর ভবঘুরে হয়ে থাকবো,দূর থেকে তোমার সুখ দেখবো...
ভালো থেকো রুপা ।।

ইতি- হিমু

বিঃ দ্রঃ ব্লগে কি কোন রুপা আছে থাকলে আওয়াজ দিয়েন আমার একজন রুপা কে দরকার যে কিনা আমাকে একটি হলুদ পাঞ্জাবী উপহার দিতে পারবে ।

আমার না হলে নিজে আবার ক্রয় করতে হবে ............

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress