স্বপ্নের ঠিকানা

খাদিজাতুল কুবরা ১১ জুলাই ২০২০, শনিবার, ০৩:২০:৫৫অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা  হলোনা,
আপনিতে-ই ইতি যথারীতি।
তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।

তোমাকে স্বপ্নগুলো দেখানো হলোনা,
পরিণতিতে থরে থরে সাজানো স্বপ্নের শবেদের আত্মাহুতি।
তোমাকে মনের কথা বলা হলোনা,
অদৃষ্ট কাচের দেয়াল তুলেছে রাতারাতি।

তোমার হাত ধরে পাহাড়ে চড়া হলোনা,
বুকের ভেতরের পাহাড়টা ধসে পড়ছে রোজ দু’চোখের উদ্দাম বৃষ্টির নৃত্যে।
তোমার সাথে বেলাভূমিতে খালি পায়ে হাঁটা হলোনা,
তার আগেই জ্বলোচ্ছাসের সিগনাল পড়েছে  অশনি সংকেতে।

তোমার সাথে নীল গিরীর মেঘ ছোঁয়া হলোনা,
সই পাতাতে পায়ে হেঁটে এসেছে সে আমার অকুল পাথারের বাড়িতে।
তোমার সাথে জোৎস্না স্নান হলোনা,
একাকীত্বের সাথে ঠিকই কেটে যায় রাত জোনাকির টিমটিমে আলোতে।

তোমার সাথে সূর্যোদয় দেখা হলোনা,
তবুও সকাল হয় প্রকৃতির অমোঘ নিয়মে।
তোমার সাথে বিকেলের ঝিরিঝিরি বাতাসে বেড়ানো হলোনা,
তাই আমার স্বপ্নের সকাল বিকেল ডাকে পাঠিয়েছি তোমার নামে বেনামী খামে।

#ছবি নেট থেকে

৮২৮জন ৬৮৮জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ