
তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা হলোনা,
আপনিতে-ই ইতি যথারীতি।
তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।
তোমাকে স্বপ্নগুলো দেখানো হলোনা,
পরিণতিতে থরে থরে সাজানো স্বপ্নের শবেদের আত্মাহুতি।
তোমাকে মনের কথা বলা হলোনা,
অদৃষ্ট কাচের দেয়াল তুলেছে রাতারাতি।
তোমার হাত ধরে পাহাড়ে চড়া হলোনা,
বুকের ভেতরের পাহাড়টা ধসে পড়ছে রোজ দু’চোখের উদ্দাম বৃষ্টির নৃত্যে।
তোমার সাথে বেলাভূমিতে খালি পায়ে হাঁটা হলোনা,
তার আগেই জ্বলোচ্ছাসের সিগনাল পড়েছে অশনি সংকেতে।
তোমার সাথে নীল গিরীর মেঘ ছোঁয়া হলোনা,
সই পাতাতে পায়ে হেঁটে এসেছে সে আমার অকুল পাথারের বাড়িতে।
তোমার সাথে জোৎস্না স্নান হলোনা,
একাকীত্বের সাথে ঠিকই কেটে যায় রাত জোনাকির টিমটিমে আলোতে।
তোমার সাথে সূর্যোদয় দেখা হলোনা,
তবুও সকাল হয় প্রকৃতির অমোঘ নিয়মে।
তোমার সাথে বিকেলের ঝিরিঝিরি বাতাসে বেড়ানো হলোনা,
তাই আমার স্বপ্নের সকাল বিকেল ডাকে পাঠিয়েছি তোমার নামে বেনামী খামে।
#ছবি নেট থেকে
২৬টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন।
সত্যিই নিয়তি আমাদেরকে জীবনকে কখনো কখনো কারফিউ করে দেয়।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ দাদা একদম ঠিক বলেছেন।
কারুর কিছু করণীয় থাকে না নিয়তির সামনে।
লেখাটি অনুভব করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল।
মোঃ মজিবর রহমান
সকল বেপাওয়া থেকেই ভাল থাকুন। শব্দের বুনন ভাল লেগেছে। শুভেচ্ছা। অবিরত।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর বলেছেন।
নিশ্চয়ই পরামর্শ ভেবে দেখবো।
সকল না পাওয়া নিয়ে ভালো থাকবো এবং লিখবো সুন্দর মন্তব্য পাওয়ার লোভে।
ভালো থাকবেন প্রিয় সুহৃদ।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায় আপু। পড়ার জন্য সময়ের সুজোগ পেলেই আসবক্ষন।
শুভেচ্ছা অবিরত।
ছাইরাছ হেলাল
এত এত না পাওয়ার পরেও চিঠি পাঠানো (এ লেখায়) কঠিন বলেই মনে হয়।
তবুও ভালোবাসা বলে কথা।
খাদিজাতুল কুবরা
দারুণ বলেছেন ভাইয়া,
‘ভালোবাসা বলে কথা’
মন্তব্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।
আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা রইলো।
সুপায়ন বড়ুয়া
“তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা হলোনা,
আপনিতে-ই ইতি যথারীতি।
তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।”
সুন্দর তো
এই ভাবেই লেখা হয় ব্যর্থপ্রেমের পরিনতি।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
উৎসাহ পেলাম।
ভালো থাকু, সুস্থ থাকুন শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালোবাসার দারুণ আকুতির প্রকাশ — তোমার সাথে সূর্যোদয় দেখা হলোনা,
তবুও সকাল হয় প্রকৃতির অমোঘ নিয়মে।
তোমার সাথে বিকেলের ঝিরিঝিরি বাতাসে বেড়ানো হলোনা,
তাই আমার স্বপ্নের সকাল বিকেল ডাকে পাঠিয়েছি তোমার নামে বেনামী খামে।
— শুভেচ্ছা অফুরান।
খাদিজাতুল কুবরা
আমার কবিতাটি পড়ে সুন্দর উদ্ধৃতি তুলে ধরেছেন।
আমি ভীষণভাবে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনাকে অনুপ্রাণিত করতে পেরে নিজেক ধন্য মনে করছি। ভালো থাকবেন। প্রীতিময় শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা হলোনা,
আপনিতে-ই ইতি যথারীতি।
তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।
মানব জীবনটাই এমনি,
অসাধারণ লেখা পড়ে বেশ ভালো লাগলো,
ভালো থাকবেন সব সময় শুভকামন।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সুহৃদ।
সুপর্ণা ফাল্গুনী
প্রিয়জনকে সাথে নিয়ে কত শত স্বপ্ন দেখি, ভাবনার পেখম মেলি। তুমি ডাকার যে একটা আকুলতা, মিষ্টতা তা আপনার লেখায় চমৎকার ফুটে উঠলো। ভালো লেগেছে কবিতা। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি এতো সুন্দর বিশ্লেষণ করেছেন আমি অভিভূত।
খুব উৎসাহ পেলাম।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
সুরাইয়া পারভীন
এমন কতো শত স্বপ্ন কলিতেই ঝরে যায় সবার অগোচরে। মেনে নিতে হয় নিয়তির নির্মম পরিহাস
চমৎকার লিখেছেন
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু আপনি শতভাগ ঠিক বলেছেন।
নিয়তির হাতে কত শত স্বপ্ন ঠিকানা হারায়।
প্রশংসায় উৎসাহ পেলাম।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
তৌহিদ
কিছু ভালোবাসা অপ্রকাশিতই থেকে যায়। দূর থেকে ভালোবাসাতেও এক ধরনের আত্মতৃপ্তি আছে কিন্তু।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
দূর থেকে ভালোবাসাতেও আত্মতৃপ্তি আছে এটা খুব সুন্দর বলেছেন।
আপনার সুন্দর মন্তব্য আমার কলমের অনুপ্রেরণা।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
ফয়জুল মহী
মাধুর্যমণ্ডিত শ্রুতিমধুর লেখা।
খাদিজাতুল কুবরা
আপনার প্রশংসা আমার পরবর্তী লেখার অনুপ্রেরণা।
আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন প্রিয় সুহৃদ।
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন আপু।
শুভ কামনা রইল।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ আপু।
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
আরজু মুক্তা
এখন মেঘে মেঘে কথা চলুক।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু একদম।
ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো।