স্বপ্নের জন্য …

মিথুন ১৩ অক্টোবর ২০১৩, রবিবার, ০৩:১৮:৪৩পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

স্বপ্ন .. এই স্বপ্ন ওঠো.. কি ঘুম রে বাবা !!! নাম স্বপ্ন বলে এতো ঘুম আর স্বপ্ন নিয়ে থাকতে হয় বুঝি 🙁

ঘুম ভেঙে একটা সকাল মেসেজ না পাওয়া পর্যন্ত সব কেমন যেনো লাগে ..

এতো ভালোবাসা ভালো নয় মিথুন ..জানি জানি,  জ্ঞান দিয়োনা..

অন্ধ মন আর বধির কান.. এসবই স্বপ্ন আর সময়ের অবদান .. স্বপ্ন কে নিয়ে এতো ডুবে আছি, সব যুক্তি অযৌক্তিক সময়ে বাধা পরে গেছে ..

স্বপ্নের সাথে আমার প্রথম আলাপন -----------

আমি: ধন্যবাদ.

স্বপ্ন : কেনো আমি আবার কি করলাম?

আমি: বন্ধু রিকুয়েস্ট গ্রহণ করেছেন বলে, হাত ফসকে রিজেক্ট এ গিয়ে পরতে পারতো.

স্বপ্ন : হা হা হা. ভালো বলেছেন.

 

সেদিন স্বপ্নের হাসি আমি শুনতে পাইনি, কিন্তু এখন ওর এক একটা সিম্বল আমি শুনতে পাই, দেখতে পাই. আর স্বপ্ন? সেকি দেখে, ভাবে এমন করে মিথুন কে ???

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ