স্বপ্ন দেখার অভ্যাস অভ্যাসেই থেকে গেল,স্বপ্ন স্বপ্নেই,
মুণ্ডুহীন একরোখা সময় নিঃসঙ্গতা পোহাবে বলে
ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে ধীর-দানব অন্ধকারে;

আমাকে ফেলে রেখে স্বপ্নেরা নিজেরা নিজেদের
গাল-গল্পে মেতে গেল,
শীতের অবগুণ্ঠিত আকাশের দিকে আঙুল তুলে তুলে
কত কত সময় গড়িয়ে নিল;

গুণে গুণে স্বপ্নেরা স্বপ্নে-স্বপ্নে দোল খায়, দোল দেয়,
না ফুরানো সময়ের স্রোতে;
দুঃস্বপ্নের মত কুয়াশা-ঢাকা স্বপ্ন-সময় হেঁটে যাচ্ছে
সব কিছু পেছনে ফেলে রেখে;

নিরালম্ব জীবনের বিষণ্ণ চুলের ছায়া শুধুই দীর্ঘাঙ্গী হয়
স্বপ্ন ছেঁড়া বাস্তবতায়, স্বপ্নিল আলিঙ্গন শেষে।

ছবি নেটের।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ