স্বপ্নলোকের চাবি

ছাইরাছ হেলাল ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার, ১২:১৪:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

আকাশকে বলি চাঁদকে দাও ডেকে
সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ বা সন্ধ্যাতারায় নয়।

কী এতো দেখো ড্যাব ড্যাবে স্বপ্নভাষাহীনতার ঘোলা চোখে?
এই যে এখানে মানুষে মানুষে এতো হানাহানি কষ্টদুঃখের জানাজানি,
বেশ তো আছো, দেখেও না দেখার ভান করে।

যাও, অমাবস্যার দাঁত মেলে ঘুমাও, ঘুমাও স্পন্দনহীনতায়, দেখি না
যেন এ তল্লাটে আর হামাগুড়ি দিতে।

চাঁদ, একবারের জন্য হলেও থামো, থামো।
জোয়ারজলে ভেসে যাক সব প্রেমহীন কষ্টের দুঃখ, সব যন্ত্রণার
গালগল্প, এই ভরা বর্ষায়, এ স্বর্গ বেলায়।

রাই, তোকেই বলছি।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress