স্বপ্নবিলাস

হালিম নজরুল ৫ এপ্রিল ২০২০, রবিবার, ০৯:৩২:১০অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

বয়সন্ধি পেরুতেই যেন তুমি মায়াবতী যুবতী।
তোমার সর্বাঙ্গে ফুটেছে বাড়ন্ত যৌবন ,
তোমার সুডৌল স্তনে কামসূত্রের নমুনা।

তুমি গর্ভবতী হলে আমাদের মুখগুলোয় ফুটলো ভরাপূর্নিমা,

প্রসব বেদনায় তুমি যখন উন্মত্ত-
চতুর্দিক চমকালো অগণিত বর্ণিল আভা।

প্রসবযন্ত্রণা ভুলতে না ভুলতেই--
তুমি নষ্টদের কবলে !

সময়গুলো চলে গেল অসময়ের দখলে।
তবে কি জন্ম হল কতক জারজ জাতকের!

তবুও আশাবাদী আমরা যুগ-পরম্পরায়;
তোমার পূণ:পূণ রতিক্রিয়ায়।

ভুল ছিল কি আমাদেরও !
সুখ ছিনিয়ে আনবো বলে---
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !

তবুও কেঁদোনা মা ; ঘড়ির কাটায় মেলাও পা,
একটু হাঁটো, জিড়িয়ে নাও, আরেকটু হাঁটো।
এবার বসো অন্ধকারের মুখোমুখি,
ধৈর্যের পর্দায় রাখো চোখ,
দ্যাখো' স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠছে--
আমাদের বেঁচে থাকবার মানচিত্র।
-----------------------0 0-----------------------

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ