sheikh_mujib_and_russel__youngest_son_of_mujib__by_saidulislam-d6qvv23.pngচার দিকে একের পর এক গুলি ব্রাস ফায়ারের শব্দ শিশু রাসেলের মনে নানান ভয়ংকর বিভীষিকার দৃশ্য,সম্মুখে়,,,,চোখের সামনেই
ঝাকড়া ব্রাস ফায়রে বাবার বুকটা ক্ষত বিক্ষতে
নিথর দেহ বাঙ্গালী জতির পিতাকে ডিঙ্গিয়ে
নর পিচাসদের রক্ত চোষার মত্যে
অন্যদেরকেও নিষ্ঠুর ভাবে গুলি করে।
এতোগুলো প্রানে স্বাধীন দেশে রক্তের নদীর বিস্তৃত হলো
পরাধীনতায় দেশ চলছিল কোন উটের পিঠে
স্বাধীনতা বিরুধীরা হলো শক্তি শালী
কে করল তাদের লালন পালন
কে দিলো সাহারা....
হবে না কি তাদের বিচার আর কখনো ?
তোমরা হয়তো বুঝবে না
এক পরিবার হারা ছোট্র শিশুটির মনের ব্যাথিত মর্ম কথা৵৵৵৵৵
আমি জোড় আবদার করেছিলাম
আমাকে তোমরা মেরো না
আমাকে আমার আম্মুর কাছে যেতে দাও.......
সে দিন ঐ নরপিচাস মীর জাফররা আমাকে
ঠিকই মায়ের কাছে নিয়েছিল
তবে
তৎক্ষনাত দেখলাম মা,
দেহের রক্ত দিয়ে শোধ করল
পিতার সোনার বাংলা গড়ার মহা দান।
চোখ আফছা হয়ে আসছিল
দেহের এতগুলো আত্মার বিয়োগে তবুও ভরে নি
শুয়োরদের প্রেতাত্মার প্রান৹৹৹৹৹৹।
ব্রাস ফায়ারে এ অবুঝ হৃদয়ের বিয়োগে
প্রশ্ন রেখে গিয়েছিলাম
কখনো কি ঐক্যতায়
সূর তুলবে!
এ দেশ এ জাতি
রাজাকার আল বদর
নিপাত যাক,
মুক্তি যুদ্ধের পিতার স্বপ্ন
বাস্তবায়ন হয়ে যাক.....।

পৃথিবীর যত নিষ্ঠুর নিকৃষ্ট মানুষ আছেন তারা  যতই ভয়ংকর হউক ফুল এবং শিশুদের ভালবাসবেই অথচ সেই দিন ১৫ই আগষ্ট ১৯৭৫ সালে স্বদেশীয় স্ব গোত্রের লোকদের মনে কোন মায়া জাগেনি অন্ততঃ নিরাপরাধ শিশু রাসেলের প্রতি।আজ সে জীবিত থাকলে জাতি এ ক্লান্তি কালে যোগ্য দেশ নেতাকে পেতেন।

begum-fazilatunnesasheikh-jamalsheikh-naser-rahmansultana-kamalkamal

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ