স্বচ্ছ

আলমগীর সরকার লিটন ৮ জানুয়ারি ২০২২, শনিবার, ১১:১৩:৪১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

তুমি জানো না সংসার ধর্ম কি?
তাই অনেক কিছুই অবল তাবল গান শোনাও;
আমার সংসার দৃষ্টির ভঙ্গিতে দেখছি
প্রতিনিয়ত, যাচ্ছে ভালই- তবু তুমি
মুর্খর মতো কিসব বলো! কবিতারা
লজ্জা পায়- আহত হয়। সেটা বুঝও
বোঝ না একটুও; তোমার ধরনা
এসব নাকি পাপ ও রে মুর্খ আগে বুঝ
তারপর পাপ বলো,পাপ বাবা কেউ ছাড়া না
তোমার অজানা নয়, প্রকাশে হয় পূণ্য
সংসার দেখো বুঝো ভাবনার বাকরুদ্ধ নয়
বদভ্যাস তুমি অন্ধ; সংসার ধর্মেয় আমি স্বচ্ছ।

২৪ পৌষ ১৪২৮, ০৮ জানুয়ারি ২২

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ