স্নায়ুরোগী

সুরাইয়া পারভীন ১০ জুন ২০২০, বুধবার, ১২:৫৭:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

তোমার কথা পড়লে মনে,
আকস্মিক স্নায়ুচাপ যায় বেড়ে।
মস্তিষ্ক থেকে সৃষ্ট হয়ে দেহের-
বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অত্যন্ত সুক্ষ্ম তারের মতো স্নায়ুজাল হয় ক্ষতিগ্রস্ত।
তীব্র চাপের মুখে পড়ে স্নায়ুগুলো যায় কুঁকড়ে।
দুমড়ে মুচড়ে সংকোচিত প্রসারিত হয়।

ফলে-

বিপর্যয় ঘটে স্মৃতির
বিকলাঙ্গ হয় বুদ্ধির
অকেজো হয় অঙ্গ-প্রতঙ্গ
অকারণে হই ধৈর্যচ্যুত
মূর্ছা যাই যখন তখন

দীর্ঘদিন তোমায় ভেবে ভেবে,
তোমায় পাবার ইচ্ছে মনে চেপে,
অসংখ্য রাত্রি জাগরণের ফলে,
ক্রমাগত দুর্বল হয়ে গেছে স্নায়ুতন্ত্র,
কার্যক্ষমতা হারিয়ে হয়েছে বিকারগ্রস্থ
ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ জ্বালা-যন্ত্রণা
অনুভূতি গুলো হয়েছে বিনষ্ট।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ