স্থিত শীত

বন্যা লিপি ৫ জুন ২০২২, রবিবার, ১২:৩৬:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

কবে থেকে রাত দিন সমান হয়ে গেছে! গুণে রাখিনি। সকাল হবার আগেই বেমক্কা সোজা দুপুর গড়িয়ে আসে!  লোকে যারে নিশি রাত বলে! প্রহরী হয়ে থাকি তারে সাথে। মাঝরাতেও কাকেদের কান্না ভেসে আসে জানলার ওপাশে...

নাকি কোকিলের ডিম চিনতে পারেনি বলে, ওই মাঝরাতে কোকিলের প্রতারণায় চিৎকার চেঁচামেচি  করে?

হতেও পারে!

আমি শুধু কালো কাঁচের এপারে চুপচাপ একটা বৃক্ষ খুঁজি..... একটা মৌণ পাহাড়কে প্রায়ই টেলিফোন করি....জানো!! পাহাড় মৌণই থেকে গিয়ে ফোনটা আর রিসিভ করে না।  কয়েকটা প্রশ্ন জমে জমে বড্ড জিদ্দি হয়ে আছে....

আমার আর কোনোকিছুর দিকে ফিরে তাকাতেও চোখ সরে না....।

চন্দ্রভূখ অমাবশ্যায় আমি হাঁটি খালি পায়ে,,,,,একতাল স্বপ্নকে গলায় ঢেলে,  হিম জড়াই কোল টেনে.....

 

ছবিঃ নিজ

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ