সহসা ঘুম থেকে জেগে উঠি, ভাবি
একি স্তব্ধতা নাকি কোলাহল
বা স্তব্ধতার কোলাহল.
আবার ও ভাবি
এলো নাকি সুদূরের কোন চাওয়া বা না পাওয়ার ডাক?
নাকি কোন অপেক্ষার স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক
নাকি ডাক কোন না ফেরা দেশের।
এসো এসো, না ফেরারা
চারু চুম্বনে একাকার হয়ে
চলো যাই, সেই কাঙ্ক্ষিত স্বভুমের
গভীর হিম শীতলতায়।
Thumbnails managed by ThumbPress
৪৭টি মন্তব্য
অরণ্য
ঠিক এ কারণেই আমি কবি হতে কখনও চাইনি এবং চাইও না।
আসল ব্যাপারটা তা নয়।
কবি হতেও বোধহয় যোগ্যতা লাগে যা আমার নেই এবং তা আমি আগেই জেনে গিয়েছিলাম।
ভাল থাকবেন কবি।
ছাইরাছ হেলাল
ধুর, কবি-ফবি কিছু না, এটি কোন কবিতা ও না, অনুভুতি প্রকাশের চেষ্টা মাত্র।
একটু কায়দা করে লাইন এলোমেলো করেছি মাত্র, সামান্য ভাব নিলাম।
যোগ্যতার গজ-ফিতাটি আমাদের দিকে ছুড়ে দিন, মাপজোক আগে সারি তারপর না হয়
আপনার পালায় যাব।
কবিতা এত সহজ কোন বিষয় নয়, ও লাইনে যাচ্ছি না।
অরণ্য
ছাইরাছ ভাই, মাঝে মাঝে মনে হয়ে শব্দের সাথে শব্দ ও ভাবের লিংকের চেয়ে স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার লিংক মেলানো খুব সহজ। যাবা সাইন্স বা ম্যাথ কম বোঝে তারা বাংলা পড়ে বা কবি হয় – পুরা ভুয়া কথা বলতো অনেক মানুষ। কাব্য বোদ্ধা হওয়ার চেয়ে ভাই বিজ্ঞানী হওয়া খুবই সোজা। আমার কাছে এখন তাই মনে হয়।
ছাইরাছ হেলাল
বিজ্ঞানী হওয়ার শর্টকাট রাস্তা বাতলে দিয়ে আমাকে বাঁচান।
অপ্রচলিত কোন কিছুই ব্যবহার করিনি, সযত্নে এড়িয়েছি।
অরণ্য
ছাইরাছ ভাই, আমি শব্দ নিয়ে কিছু বলছি না। কিন্তু কিছু ভাব আছে এমন যেন ঘুমের মধ্যে সপ্ন দেখেছি আরেকটি সপ্ন দেখার। এবার ভাংলো ঘুম। আমার অবস্থা কি হবে ভেবে দেখুন। অনেক লেখা আমাকে মাঝে মাঝে ওই রকম একটা অবস্থায় ফেলে দেয়।
তবে আর যাই বলেন আমি পুরাটা বিশ্বাস করি এখন “কবি হওয়ার চেয়ে বিজ্ঞানী হওয়া অনেক সোজা”।
ভাল থাকবেন ছাইরাছ ভাই।
ছাইরাছ হেলাল
ভাই বিজ্ঞানী হতে চাই।
কুপি না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম সেই কোলাহল সবার জীবনে এটাই সত্য -{@ -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই কোলাহল আমাদের জীবনের আর এক সত্য।
খেয়ালী মেয়ে
বাহ!!!!!পড়তে তো বেশ লাগছে কবিতাটা-স্তব্ধতার কোলাহল, নামটাই তো অন্যরকম সুন্দর হয়ে গেলো (y)
একি স্তব্ধতা নাকি কোলাহল
বা স্তব্ধতার কোলাহল.
আবার ও ভাবি
এলো নাকি সুদূরের কোন চাওয়া বা না পাওয়ার ডাক?
নাকি কোন অপেক্ষার স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক
নাকি ডাক কোন না ফেরা দেশের।————————অন্যরকম সব ভাবনা (y)
ছাইরাছ হেলাল
বাহ, আপনি দেখছি বেশ সুন্দর করে কথা বলেন।
আমিও ভাবি, ভাবনারা এমন করে কিভাবে ভাবে!!
গান তো এখন ও শুনি, এবারে অন্য কিছুর ব্যাবস্থা নিন।
ব্লগার সজীব
না, সোনেলাকে মৃত্যপুর না বানিয়ে রেহাই দিবেন না দেখছি।এই উল্লাস এই মৃত্যু এটি অবশ্য জীবন।
ছাইরাছ হেলাল
মৃত্যপুর যে শুরু করেছে তারে তো কিছুই কইলেন্না!!
জীবনের হিসাবে এটিকে রাখতেই হয়।
জিসান শা ইকরাম
স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক হতেও পারে আবার নাও হতে পারে
ডাকে কীইবা আসে যায়
স্তবতার কোলাহল ভাবতেই কেমন শীতল এক অনুভূতি জাপটে ধরে আমাকে।
ছাইরাছ হেলাল
হ্যা, এক ধরনের হিম হিম শীতলতা আছেই’।
সীমান্ত উন্মাদ
একান্ত কথাই মাঝে মাঝে কবিতার খেরোখাতায় দুলকি চালে উতরে উঠে। অনুভূতির প্রকাশে অনেক অনেক ভাললাগা।
ছাইরাছ হেলাল
উৎরে যেতে পারলে ভালোই হয়,
নিয়মিত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
কবি আমি নয় কিন্তু কবিতার পাঠক আমি।
কবিতা, জীবনের কথা বলে যায়।
সুন্দর উপলব্দি। ভালো লাগল ভাই, বিশেষ করে ঘুম থেকে উঠে সোনেলাতে প্রবেশ করেই এমন একটা বিষয় চোখে পড়াও কম কথা নয়।
ছাইরাছ হেলাল
আমিও কবি নই, সামান্য পাঠক মাত্র। অবশ্যই কবিতা জীবনের কথা বলে।
এখানে এর থেকেও অনেক ভালো লেখক আছেন, আপনি তাদের ও পড়তে পারেন।
আবু খায়ের আনিছ
অবশ্যই সবার লেখাই পড়ার চেষ্টা করি। আর ফেইজবুক গ্রুপ থেকে যখনই নটিফিকেশন পাই তখনি পড়ার চেষ্টা করি।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ চোখ রাখার জন্য।
মেহেরী তাজ
ছুটিপুর ছুটিপুর লাগে।
না আমি অন্য ভাবে ভাববো। এখন সবায় গভীর ঘুমে আচ্ছন্ন/ যে যার কাজে ব্যস্ত আছে তাই স্তব্ধতার কোলা হল কানে বাজছে। যখন সবায় জেগে উঠবে/ কাজ থেকে ফিরে আসবে তখন শব্দের কোলাহল শোনা যাবে। 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যি আপনি এমন সুন্দর করেই লিখতে পারেন। দারুণ ভাবনা।
তবে ছুটিপুরের প্রভাব বিদ্যমান।
শুন্য শুন্যালয়
এসো এসো, না ফেরারা..আবার সেই ভূত্নীকে ডেকে আনছেন? নিজের তো নাকি বারো/তেরো/চৌদ্দ টা বেজে গেছে, এখন আবার আমাদের দলে ভেড়াচ্ছেন? শত্রুবন্ধুর ডাক আমার কাছে বিশেষ সুবিধার মনে হচ্ছেনা, কোথায় নিয়ে আপনাকে মরুবাসী করে দেবে ঠিক নেই, খবরদার কানে নেবেন না একদম। এ ডাক ডান কান থেকে বাম কান করেছেন তো স্তব্ধতা, কোলাহল কিছুই পরে মালুম হবেনা।
ইচ্ছেটা কিন্তু বেশ, টানবেই, তবে অই যে পার্শ্ব প্রতিক্রিয়া যে লেভেলে সাঁটা থাকবেই। উত্তাপের হিমশীতলতায় মিষ্টি একটি কবিতা 🙂
ছাইরাছ হেলাল
আপনি ই আমাদের ছুটিপুরের পথে এনেছেন, এখন দায় পাঠাচ্ছেন অন্যের ঘাড়ে।
এবারে আপনি ই যখন নিষেধ করছেন (সত্য না মিথ্যে কে জানে) তখন না হয় ও পথ ছেড়ে দিলাম।
যাক হিমশীতলতার ভাগ দিলেন সে জন্য অবশ্যই ধন্যবাদ।
মরুভূমির জলদস্যু
সুন্দর লিখেছেন।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে।
অরুনি মায়া
হুম হয়ত একেই বলে নিরবতার ডাক, যা সবাই শুনতে পায়না,,,,,
ছাইরাছ হেলাল
সব ডাক হয়ত সবার জন্য না, আমিও হয়ত অনেক কিছুই শুনতে পাই না।
আমার লেখায় এই প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ, সম্ভব হলে লিখতে শুরু করুণ।
অরুনি মায়া
আপনাকেও ধন্যবাদ। আপনাদের সহায়তা পেলে হয়ত লিখে ফেলব একদিন 🙂
ছাইরাছ হেলাল
শুরু করে দিন, পড়বো আপনার লেখা।
ইমন
আপনার শব্দ চয়ন ভয়ানক রকমের বিড়ড়ল। সত্যিকারের সাহিত্য বোদ্ধা ছাড়া অনেকের কাছে প্রাঞ্জল না ও হতে পারে। হালের লেখক, সাহিত্যিক্রা সাধারণত এই রিস্ক নেয়না। যেটা আপনি প্রায়ি নেন। সাধুবাদ আপনাকে। এই ধরণের শব্দ চয়নের এক্সপেরিমেন্ট চলুক। পাঠক বাধ্য হোক বাংলা শব্দ ভাণ্ডারে ঢু মারতে। অনেক দূরে যাবেন আমাদের কে নিয়ে আপনার লেখার ভেলায় নিয়ে। আশা করি আমাদের ভ্রমণ সুখকর হবে।
আর হ্যা, এই লেখার কোনো সার্মরর্ম নাই। এটা পুরাটাই একটা কাব্য বৈকি। শুভেচছা রইলো। -{@
ছাইরাছ হেলাল
আপনি নিয়মিত পড়ছেন মন দিয়ে তা লক্ষ্য করি।
কোন সাহিত্য সৃষ্টির জন্য লিখি না, সে সক্ষমতাও তৈরি হয়নি।
শুধুই নিজের অনুভুতি প্রকাশ করি, এর বেশি কিছু নয়।
ধন্যবাদ।
ইমন
হা হা হা 😀 বাহ! বেশ বিনয়ি :p হুম …। কিপ ইট আপ :c
ছাইরাছ হেলাল
বিনয়ি-ফিনয়ি কিচ্ছু না, সহজে সহজ কথাটি বলা চেষ্টা মাত্র।
নীলাঞ্জনা নীলা
আমি কোলাহলবাসিনী। নিঃস্তব্ধতার মধ্যে নেই।
ছাইরাছ হেলাল
ঠিক আছে, যোগ দিলাম।
নীলাঞ্জনা নীলা
ঘটনা কি? আপনি কোলাহলে? এরপর না আমি-ই নীরব হয়ে যাই। এরপর সবাই জানতে চাইবে, সোনেলার জলসায় নীরব কেন নীলাঞ্জনা? 😀
ছাইরাছ হেলাল
ঝাঁকের কৈ হয়ে গেলাম।
আপনি নীরব হলে আমরা কৈ যাই এই কোলাহলে।
নীলাঞ্জনা নীলা
তো কি করবো? আপনি কোলাহল শুরু করবেন সেটা ভেবে
এখনই আমার মাথা ঘোরাচ্ছে। ^:^
ছাইরাছ হেলাল
শুধু কি মাথা, সব কিছু ঘুরতে শুরু করবে বন বন করে।
নীলাঞ্জনা নীলা
তাই বুঝি? দেখা যাক!
ছাইরাছ হেলাল
অপেক্ষা চালু রাখুন।
নীলাঞ্জনা নীলা
অপেক্ষার নূপুর বাজছে। অশরীরি হবার আগে অপেক্ষা ভাঙ্গান। :p
ছাইরাছ হেলাল
রাতের অপেক্ষা মাত্র।
নীলাঞ্জনা নীলা
করুন রাতের অপেক্ষা। আমি এখন দিনের অপেক্ষা করছি। এলার্ম বাজবে আর কাজে দৌঁড়।
লীলাবতী
স্তব্ধতার সব একসাথ হয়ে কোলাহল করছে!!এতো মহা মৃত্যুপুরি, ভয় পেলাম।
ছাইরাছ হেলাল
চিরন্তন সত্যকে ভয় পেলেও ভালো ও বাসতে হবে।