স্তব্ধতার কোলাহল

ছাইরাছ হেলাল ২২ আগস্ট ২০১৫, শনিবার, ০৮:৪৯:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

সহসা ঘুম থেকে জেগে উঠি, ভাবি
একি স্তব্ধতা নাকি কোলাহল
বা স্তব্ধতার কোলাহল.
আবার ও ভাবি
এলো নাকি সুদূরের কোন চাওয়া বা না পাওয়ার ডাক?
নাকি কোন অপেক্ষার স্বজনবন্ধুর বা শত্রুবন্ধুর ডাক
নাকি ডাক কোন না ফেরা দেশের।
এসো এসো, না ফেরারা
চারু চুম্বনে একাকার হয়ে
চলো যাই, সেই কাঙ্ক্ষিত স্বভুমের
গভীর হিম শীতলতায়।

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress