1. ঐ সবুজ শ্যামল প্রকৃতির অপরুপ লীলা,
  2. হে জগদীশ্বর তুমি কেমনে দিলা।
  3. ঐ বিটপীতে বসে বিহগ গায় গান,
  4. মানবের মধ্যে রয়েছে ভালোবাসা আর মান অভিমান।
  5. গগনে শুধু নিশিতে ভেসে বেড়ায় অজস্র তাঁরা,
  6. চদ্রমাতে বসন্তের দখিন হাওয়ায় আলো জ্বালে জোনাকিরা
  7. গ্রীষ্মের দুপুর দোয়েলের নাচানাচি মন ছুয়ে যায়,
  8. বসন্তকালে কোকিলের গান সকলে মুগ্ধ হয়।
  9. দিবসের শেষে ঐ পাটে বসে বেলা,
  10. কীটপতঙ্গ সদা আহার খোঁজে করা না তো হেলা।
  11. নীল আকাশের বুকে সদা ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা,
  12. অথৈজলের মীন চক্রাকারে করে খেলা।
  13. রচনাকালঃ
  14. ০১/০৫/২০২১
২৮৯জন ২০৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ