সুপ্রিয় ব্লগার/ লেখক বন্ধুরা💜💜

আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৩ সেপ্টেম্বর সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষ্যে ম্যাগাজিন বের হতে যাচ্ছে। আপনারা পূর্বেই অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে উৎসব এর আমেজে লেখা জমা দিয়েছেন। সেগুলো থেকে সেরা ও সুন্দর লেখাগুলো বাছাই করা হয়েছে। লেখা বাছাই শেষ, এখন প্রচ্ছদ তৈরির পালা।

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবারের ম্যাগাজিনের প্রচ্ছদ তৈরি হবে লেখকগনের ছবি দিয়ে। যা সর্বোসম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাই আর দেরী নয় আপনারা যেভাবে লেখায় ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি ক্যামেরা নিয়ে ছবি তুলতে ঝাঁপিয়ে পড়ুন। এবং নিজের সেরা ছবিটি প্রচ্ছেদের জন্য জমা দিন। যার শেষ তারিখ ১০/০৯/২০২২ খৃষ্টাব্দ।

 

• ছবি স্পষ্ট হতে হবে।

• ফেসবুক এ ” সোনেলা রোদ্দুর ” এর ইনবক্সে ছবি পাঠাবেন।

• ম্যাগাজিন এর জন্য যে ছবিটি ব্যবহার করবেন প্রয়োজনে সেটি দিয়ে আপনার সোনেলার প্রফাইল পিকচারটিও আপডেট করে নিন।

• ম্যাগাজিনজনিত অন্য কোন তথ্য বা সহায়তা দরকার হলে কমেন্টে জানান।

 

শুভ ব্লগিং 🌹🌹

#সোনেলা_ম্যাগাজিন_২০২২

৫৯২জন ২৫২জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ