হচ্ছে, হচ্ছে, হবে, হবে করে বছর শেষ; কিন্তু সোনেলা মিলনমেলা অবশেষে কবে হবে তা এখনো পর্যন্ত অনিশ্চিত; অনিশ্চয়তা অবসানের জন্য মডু প্রতি সবিনয় নিবেদনের আকুল আবেদনে ব্যকুল জিজ্ঞাসা- সোনেলা মিলনমেলা'১৬ কবে হচ্ছে এবং তা সত্যিই হচ্ছে কি? If যদি But কিন্তু তারিখ, স্থান What কি??
পুনশ্চঃ যারা আগ্রহী এখানে জানান দিন, মডু বুঝুক এর প্রয়োজনীয়তা আছে কি নেই এবং সোনেলার সবাই জানুক আদৌ আমরা কতটুকু আগ্রহী এবং ইচ্ছুক। মতামত জানানোর জন্য সকলকে অগ্রীম ধন্যবাদ।
Thumbnails managed by ThumbPress
৪২টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
এই আমি জানান দিলাম। এক বছরের উপ্রে আঙিনায় বইস্যা বইস্যা সহব্লগার গো লগে গাল-গল্পে, হাসি-আনন্দে সময় পার কইর্যা যাইতাসি, বাট অহন পর্যন্ত তাগো মুখটা দেখবার পারি নাই, তাই কি হয়?
আমি আছি ভাইজান।
ভোরের শিশির
বাকি যারা গত এক বছর এ নিয়ে অপেক্ষায় ছিলেন তাদের দেখা নাই গো আফা, তাদের দেখা নাই ;(
পারভীন সুলতানা
হু অনেকদিন হল, এবার না হয় দেখাসাক্ষাতটা হয়েই যাক । এখান থেকেই গড়ে উঠুক সোনেলা পরিবারের একটি চেনাজানা ভিত্তিমুল। আছি ভাই, আপনাদের সাথে
ভোরের শিশির
আপনাদের মতো অগ্রজদের দেখা পেলে আনন্দিতই হবো। -{@
পারভীন সুলতানা
আর আমি, অনুজদের পেয়ে আহ্লাদিত হব
ভোরের শিশির
দেখা যাক ব্লগ সঞ্চালক আমাদের এই আনন্দ দিতে রাজী হয় কি না 😛 😀
হতভাগ্য কবি
হতেই হবে প্রিয় মানুষগুলোকে রক্ত-মাংসের চোখ দিয়ে দেখতে চাই 🙂 \|/
ভোরের শিশির
তাই আশা করছি সবাই… 🙂
নাসির সারওয়ার
নক নক
ভোরের শিশির
হোক হক
নাসির সারওয়ার
ওহ।।। নক নক দিয়া কিছু হবেনা। আচছা, এর পরে ,,,,,,
ভোরের শিশির
এর পরে চলে এসে দেখা দিতে হবে 😀
জিসান শা ইকরাম
মিলনমেলা চাইই চাই।
শিশির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে।
ভোরের শিশির
আমি আছি ব্লগ সঞ্চালকের দিকে তাকিয়ে 🙁
রুহুল
হলে ভালোই হয়। ভাষার মাসে বই এর মাসে। ফেব্রুয়ারি তে বই পড়ুয়া লেখক সবার জন্য এক বিশেষ মাস। হলে খুশি হই।
ভোরের শিশির
সবাই খুশী হই কিন্তু আগ্রহ দেখে অনাগ্রহ বাড়ছে (-3
রুহুল
Oঅনাগ্রহ নতুন কিছু নয়। একসময় পাঠক ছিলাম সোনেলার্। আইডি না থাকায় মন্তব্য দেখতে পেতাম না। গত বছর ও এমন বেশ কয়েকজন পোষ্ট দিয়েছিলেন। মিলনমেলা চেয়ে। মডুরা দেশের অস্থির পরিস্থিতির জন্য আগ্রহ দেখান নি। এবার দেখাবেন।
ভোরের শিশির
হাহাহা… গত বছর নীতেশ বড়ুয়া দিয়েছিলেন… 😀
এইবার দেখা যাক কি হয় 😀
আশা করছি দেখা হবে একসাথে সবার সাথে 😀
রুহুল
মনে হয়না হবে। ঐটা হবে আমার ধারণা ;? ;? ব্লগ সঞ্চালকের বিয়েতে। :/
ভোরের শিশির
কি জানি কবে কি হবে ;?
ছাইরাছ হেলাল
মিলনমেলা শুনলেই কিরাম কিরাম জানি লাগে!!
ভোরের শিশির
ব্লগ সঞ্চালকের কথা মনে পড়ে -_-
অনিকেত নন্দিনী
মিলনমেলা চাইই চাই
এগিয়ে চলুন শিশির ভাই। 😀
কোথায় মডু, কোথায় সবাই?
মিলনমেলার দাবি জানাই। ^:^
সবাই মিলে আওয়াজ দিন
দাবিদাওয়া বুঝে নিন। :v
ভোরের শিশির
মাত্র ৮জন -_-
জিসান শা ইকরাম
মিলনমেলার পোষ্ট দিয়া ভাগোয়াট হলে হপে মিলনমেলা?
ভোরের শিশির
ভাগোয়াট হই নাই… আগ্রহীদের নাম মনে রাখছি আর দেখেও যারা অনাগ্রহ দেখাচ্ছেন তাদের উপস্থিতির অপেক্ষা করছি… -:-
জিসান শা ইকরাম
সংখ্যা দেখে ডরাস নে তুই, আড়ালে তার মিলনমেলা হাসে 🙂
ভোরের শিশির
ব্লগ সঞ্চালক তো কিছু বলে না 🙁 ;(
মারজানা ফেরদৌস রুবা
আড়ালে যেহেতু মিলনমেলা হাসে!
হপে, এবার হপে। মিলনমেলা হপেই হপে। 😀 😀 😀
ভোরের শিশির
হপে হপে হোপে বছর গিয়েছে কেটে :p এইবার হপে না হলে আন্দোলন হবে সোনেলাতে \|/
অপার্থিব
দুর্বার আপোষহীন গণ আন্দোলনের মধ্য দিয়ে ব্লগ কর্তপক্ষকে জনতার দাবী মানতে বাধ্য করা হোক…
ভোরের শিশির
বাধ্য হওয়ার পরে আপনাকেও একই সাথে দেখতে চাই মাঠে 😀
অরুনি মায়া
আপনাদের মনোকামনা পূরণ হোক 🙂
ভোরের শিশির
বুঝলাম আপনার মনোকামনা নেই। (y)
অরুনি মায়া
অবশ্যই মনোকামনা আছে ,কিন্তু সাধ্য নেই | তাই বলে আপনাদের শুভকামনা জানাতে কার্পণ্য করব কেন 🙂 -{@
ভোরের শিশির
লিখেছেন “আপনাদের মনোকামনা” তাই বললাম। ভবিষ্যতের কথা কেউ জানে না। তাই সবার মনোকামনা পূর্ণ হোক… 🙂 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রথম মিলন মেলার স্মৃতি আজও ভুলিনি আবারো আরেকটি মিলন মেলার অপেক্ষায়….. -{@
চোখের আড়াল হলে যেমন মনের আড়াল হয়
তেমনি মিলন না হলে
মনে উৎসাহের ঘাটতি হয়
যদি খরচাদির কথা চিন্তা করে মডুরা পিছ পা হন তবে আমরাতো আছি আলাপে সব সম্ভব হয়।
আশায় বুক বেধে অপেক্ষায় -{@ -{@ -{@ -{@ -{@
ভোরের শিশির
ইয়াহুউউউউউউউউউউউউ 😀
রুহুল
পুরাই রাজি এই প্রস্তাবে। যতটা পারি
ভোরের শিশির
হাততালি :c
শুন্য শুন্যালয়
সোনেলার মডুরা কেপ্পনের কেপ্পন। মিলন মেলা না হলে এইবার বিরহমেলার আয়োজন করবে সোনেলার ব্লগাররা। এরপর মডুদের ছবিতে ফুলের মালা দিয়ে দেয়া হবে।
এই নে তোর পোস্টে টিক চিহ্ন দিছি, কিন্তু কথা হইলো আমার ফায়দা কি? আমার জন্য টিকেট না পাঠাইলে খবরই আছে সবগুলার :@
ভোরের শিশির
আগে হবে নিশ্চিত হোক -:-