আপডেটঃ
প্রতিযোগিতার জন্য যে সমস্ত ব্লগার চিঠি প্রকাশ করেছেন, তাদের চিঠির শিরোনাম ও ব্লগারের নাম মূল পোষ্টের নীচে দেয়া হচ্ছে-

**********************************************
"করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।"

প্রিয়কবি মহাদেব সাহার এই কবিতার আদ্যপান্তে ফুঁটে উঠেছে প্রিয়জনের কাছ থেকে চিঠি পাওয়ার ব্যাকুলতা। চিঠির প্রতিটি অক্ষরে অক্ষরে হৃদয়ের ব্যাকুলতা কিভাবে ফুঁটে উঠে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
*********************************************

“Time, You Old Gypsy Man
Will you not stay,
Put up Your caravan
Just for one day?”

আমরা অবশ্যই দাঁড়াব, ফিরেও তাকাব, ফেলে আশা সময়ের আঙ্গিনায়; আধুনিক সময়-যন্ত্রের আদ্যোপান্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট, এটিই সময়োপযোগী ও স্বাভাবিক, তাই বলে ‘চিঠি দিয়ো প্রতিদিন’ এর আকুলতা আমরা ভুলে যাইনি, যাবও না। আমাদের এখনও তা সমান ভাবে নস্টালজিক করে দেয়, দেবেও।

প্রিয় ব্লগার বন্ধুরা,
আসছে পহেলা বৈশাখ, বাঙলা নববর্ষ। বাঙালী জাতির এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। আনন্দের মধ্য দিয়ে সেই মোঘল আমল থেকে বাঙালী জাতি সত্ত্বার ধর্ম-বর্ণ নির্বিশেষে পালন করে আসছে এই পহেলা বৈশাখকে। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং মানব সভ্যতার প্রাচীন এই বাহনকে পুনরুজ্জীবিত করার প্রয়াস হিসেবে “সোনেলা-ব্লগ” কর্তৃক আয়োজন করা হয়েছে চিঠি প্রতিযোগিতার।

“সোনেলা ব্লগ”-এ নিবন্ধিত সকল ব্লগারদের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত থাকবে। সোনেলা ব্লগের পক্ষ থেকে তাই, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানাই।

প্রতিযোগিতার নিয়মাবলী:
চিঠি লেখার বিষয়বস্তু উন্মুক্ত, লিখুন যে কোনও বিষয়ে, বাংলায়।
* একজন ব্লগার / লেখক কেবলমাত্র একটি লেখা প্রতিযোগিতার জন্য সোনেলা ব্লগে পোষ্ট হিসেবে দিতে পারবেন।
* পোষ্টের শিরোনামের সাথে (প্রতিযোগিতা) শব্দটি উল্লেখ করতে হবে।
* লেখা অবশ্যই মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে। অন্য কোনও ব্লগে অথবা কোনও প্রিন্ট মিডিয়াতে পূর্বে প্রকাশিত / ছাপা হয়েছে এমন লেখা গ্রহণযোগ্য হবে না।

বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত চূড়ান্ত ৩ (তিন) বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে মহামূল্যবান বই।
প্রকাশিত সমস্ত চিঠির একটি পিডিএফ প্রকাশ করা হবে সোনেলা ব্লগ এর দায়িত্বে।
লেখা (চিঠি) প্রকাশের  তারিখ: ৫ মার্চ ২০১৭ খৃষ্টাব্দ
লেখা (চিঠি) প্রকাশের শেষ তারিখ: ২৫ মার্চ ২০১৭ খৃষ্টাব্দ
ফলাফল ঘোষণার তারিখঃ ১৪ এপ্রিল ২০১৭ খৃষ্টাব্দ, পহেলা বৈশাখ

চিঠি প্রতিযোগিতায় আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ কামনা করছি। সকলের জন্য শুভকামনা। শুভ ব্লগিং।

****************************************************************************************
প্রকাশিত চিঠিঃ

* চিঠিপত্র- ছাইরাছ হেলাল

* বাবা কেমন আছো - ইঞ্জা

* যেতে যেতে তোমাকে লিখা - ইলিয়াস মাসুদ

* চিঠি - অরণ্য 

* খোলাচিঠি - ইকরাম মাহমুদ 

যে কাল্পনিক চিঠি পাঠানো হয়নি - আগুন রঙের শিমুল

চিঠিপত্র - মোঃ মজিবর রহমান

প্রেমের নাম বেদনা - মেহেরী তাজ 

যে চিঠি পাঠানো হয়নি কাউকে - বায়রনিক শুভ্র

অনেকদিন যাবত তোমাকে ভীষণভাবে মনে পড়ছে! - নিতাই বাবু 

ঘুমকে চিঠি - শুন্য শুন্যালয় 

আমার বিল্লির চিঠি - ব্লগার সজীব 

যেখানে ডাকপিয়ন পৌঁছায় না ! - রম্পা রুমানা  

প্রিয় মনিকে চিঠি - মৌনতা রিতু 

প্রবাসী শ্রমিকের চিঠি- মনির হোসেন মমি  

0 Shares

৬৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ