“সোনেলা” আমার খুঁজে পাওয়া ঠিকানা

রিমি রুম্মান ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১২:৫২:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

12722700_778937482207268_1581311743_oa [800x600]
লেখালেখি করছিলাম স্কুলে থাকাকালীন সময় থেকেই। তবে লুকিয়ে।কেননা, স্কুলের পড়াশুনার বাইরে কিছু লেখা কিংবা গল্পের বই পড়ার পিছনে সময় ব্যয় করাটাও যেন একটা অপরাধ ! তবে বাড়ির সকলেরই পত্রিকা পড়ায় দারুন ঝোঁক ছিল। বলা যায় একরকম নেশা। আমার মফঃস্বল শহরে ঢাকা থেকে পত্রিকা পৌঁছাতে এবং তা আমাদের হাত পর্যন্ত যেতে দুপুর গড়িয়ে যেতো। দুপুরের খাবার শেষে আমরা তিন ভাই-বোন দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতাম। কলাপ্‌সিবল গেটের ভেতরে হকার মামার রেখে যাওয়া পত্রিকা কার আগে কে পড়বো চলতো কাড়াকাড়ি।

সেই আমি যখন বিদেশ বিভূঁইয়ে এলাম কঠিন বাস্তবতার যাঁতাকলে লেখালেখি থেকে দূরে সরে গেলাম অনেকগুলো বছর। জিরো থেকে জীবন শুরু করা, চাট্টিখানি কথা নয়। পার্ট টাইম, ফুল টাইম কাজে ডুবে থাকলাম সপ্তাহের সাতদিনই। যেন খাড়া পাহাড়ের চূড়ায় উঠার যুদ্ধ !

সব যুদ্ধই এক সময় শেষ হয়। যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ফিরে আমার বাংলাকে, লেখালেখিকে খুঁজে ফিরলছিলাম। পেয়ে গেলাম "সোনেলা"কে। নতুন উদ্যমে আমার লেখালেখির একটি পরিচ্ছন্ন জায়গা। যেখানে কিছু ভাল মানুষ, শুভাকাঙ্ক্ষী পেয়েছি__ যারা আমার লেখা পড়েছে, ভাল মন্দ মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছে। সেই থেকে পথ চলা শুরু।

তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় বের হচ্ছে আমার প্রকাশিত প্রথম বই। আমাদের এক জীবনের পুরোটাই সুখের কিংবা দুঃখের নয়। ভাল-মন্দ মিলিয়ে এই বেঁচে থাকা। প্রতিনিয়ত অনেক ভাল থাকা সময়গুলোতে আচ্‌মকা বিষাদ নেমে আসে। সেইসব বিষাদ সকলের অগোচরে ভেতরটা আর্দ্র করে তোলে। কখনো বুক চিরে দীর্ঘশ্বাস নামায়। যেমনটি ঝকঝকে নীলাকাশে হঠাৎ খণ্ডখণ্ড কালো মেঘ জমে, বৃষ্টি ঝরায়।এভাবেই এগিয়ে যায় জীবন ক্রমশ সমাপ্তির দিকে। সেইসব জীবনের গল্প নিয়ে লেখা " সুখের আকাশে বিষাদ রাত" । বইটি পাওয়া যাবে ঢাকার বইমেলায় চলন্তিকা বইঘরের স্টলে।স্টল নাম্বার... ৬২৮।

সবাই ভাল থাকবেন। দোয়া করবেন।

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ