
নীরা সাদীয়ার সাথে আমার ফেইসবুকেই পরিচয়, অসম্ভব রকম ভালো লেখেন, বয়সে আমার অনেক ছোটো হলেও ভাই হিসাবে আপু বলে ডাকি, পাখি খুব ভালোবাসেন, কবুতর, মুরগী হারিয়ে গেলে কেঁদে বুক ভাসান, এমনই এক মানুষ আমার বোনটি, একদিন আমিই জোর করে সোনেলাতে এনে একাউন্ট খুলে দিই জিসান ভাইজানকে বলে, সেই থেকে শুরু, যখনই সুযোগ হয় সোনেলাকে তার লেখা দিয়ে পরিপূর্ণ করে, মাঝে অনেকদিন অনুপস্থিত, জিজ্ঞেস করলাম “ব্যাপার কি”, বললো ” ভাইয়া মাস্টার্স দিচ্ছি তা একটু অনুপস্থিত, পরীক্ষা শেষে আবার আগমন।
গতবছর যখন সোনেলায় ঝড় উঠলো, তখন আমাকেই কন্টাক করে, আমি অভয় দিলে মনে শান্তি পেয়ে আবার লেখা শুরু করে।
এই নীরা সাদীয়া সোনেলা ব্লগে নিবন্ধন করেছে আজ তিন বছর আট মাস বিশ দিন, মন্তব্য করেছে ১৪৪২ টি, মন্তব্য পেয়েছেন আরও বেশি ২০১০ টি।
সোনেলার এবং আমার এই একনিষ্ঠ ভক্ত নীরা সায়ীদা বর্তমানে কলেজে টিচিং করে বিধায় ব্লগে কম আসতে পারেন।
তার শততম পোস্ট হয়েছে গত মাসেই, কিন্তু আমিই খেয়াল করিনি আমার বোনটি যে শততম পোস্ট অলরেডি দিয়ে ফেলেছে, আপু আমি সত্যি দুঃখিত যে এ আমারই ভুল, এরপরেও বলবো better late then never.
প্রিয় ব্লগারবৃন্দ,
আসুন সবাই মিলে নীরাকে তার শততম পেস্টের জন্য অভিনন্দন জানাই।
আমি সোনেলার সবার পক্ষ থেকে নীরাপুকে জানাই অক্লান্ত অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।
আপু আপনি আরও বেশি বেশি লিখুন মনের আনন্দ নিয়ে, সমৃদ্ধ করুন আপনার প্রিয় উঠোনকে, আমি আজ থেকেই অপেক্ষা করবো আপনার দ্বিশততম পোস্টের, তখন আপনাকে দাওয়াত দিয়ে অভিনন্দন জানাবো।
নীরাপু আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
৫৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপুকে শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। আপুর লেখার বিষয়বস্তু গুলো অন্যরকম। অনেক অনেক ভালো লাগলো তার শততম পোস্টের জন্য। আপনাকেও ধন্যবাদ দেরীতে হলেও শুভেচ্ছা পোস্ট দেবার জন্য। আপুর ও আপনার জন্য শুভকামনা ও শুভকামনা রইলো
ইঞ্জা
ধন্যবাদ নিরন্তর আপু। 😊
নীরা সাদীয়া
আমার লেখায় গঠন মূলক মন্তব্য পাই আপনার থেকে। তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ।
অনেক শুভ কামনা রইলো।
ইঞ্জা
আপু আসলে আমার বোনটি খুবই ব্যস্ত থাকে, না হলে এতো দিনে তিনশত পোস্টের জন্য শুভেচ্ছা দিতে পারতাম, আমার বোনটিকে আপনার প্রার্থনায় রাখবেন।
জিসান শা ইকরাম
শততম পোস্টের জন্য নীরা সাদীয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি এমনই একজন ব্লগার যার প্রায় প্রতিটি লেখায়ই সামাজিক সমস্যা সমূহ নিয়ে আলোকপাত করেছেন।
ব্লগের প্রায় সমস্ত বিভাগেই তাঁর বিচরণ। গল্প, কবিতা, সমসাময়িক, একান্ত অনুভুতি বিভাগ সমূহে প্রকাশিত লেখাগুলো অত্যন্ত মান সম্পন্ন যা ব্লগার হিসেবে তাঁকে অন্যন্য উচ্চতায় পৌছে দিয়েছে।
এই সোনেলা ব্লগের তিনি একজন সম্পদ।
আমি অত্যন্ত আশাবাদি যে তিনি অত্যন্ত দ্রুততার সাথে ডাবল সেঞ্চুরী পোষ্ট এর মাইল ফলকে পৌছে যাবেন।
শুভ কামনা তাঁর জন্য।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাইজান।
নীরা সাদীয়া
দোয়া করবেন যেন দ্রুত ডাবল সেঞ্চুরি করতে পারি দাদা। আপনাদের উৎসাহেই আমি লিখি।
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
হাঁ ভাইজান, নীরা সত্যি এক অনন্য অসাধারণ লেখিকা, যার সকল বিষয়ে জ্ঞান থাকার দরুন সকল ক্ষেত্রে বিচরণ করতে পারেন, এ সবার দ্বারা সম্ভব নয় ভাইজান, আশা করছি আপু দ্রুত দ্বিশততম পোস্ট করে ফেলবেন। 😊
তৌহিদ
আগেপিছে এসব কোনো ব্যাপার না। আপনি নীরাকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট দিয়েছেন দেখে ভালো লাগলো দাদা।
নীরা আপু সোনেলাকে ভালোবাসেন এটা ব্লগে তার বিচরণ দেখলেই বোঝা যায়। শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপুকে।
শুভকামনা রইলো।
ইঞ্জা
ধন্যবাদ অনিঃশেষ ভাই
নীরা সাদীয়া
শুভ কামনা তৌহিদ ভাই।
ইঞ্জা
সত্যিকার অর্থে এর জন্য দায়ী আমি নিজেকেই মনে করছি, এ বিষয়টি আমার খেয়াল করা উচিত ছিলো ভাই।
হাঁ নীরাপু হলেন ধ্রুপদী এক লেখিকা, উনার বিচরণ ক্ষেত্র দেখলেই তা বুঝা যায়, ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
এমন শুভেচ্ছা এবং অভিনন্দন পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ ইঞ্জা ভাই।
ইঞ্জা
ধন্যবাদ নয় ভাইজান, দোয়া রাখবেন আমার জন্য।
ইঞ্জা
ভাইজান আমি মাত্রই শিখছি, দোয়া রাখবেন আমার জন্য, ধন্যবাদ অফুরন্ত।
বন্যা লিপি
আমার শততম পোষ্টে নীরা আপু আফসোস করেছিলেন দেখে, আমি আর ওখানে কোনো মন্তব্যেই যাইনি। তবে কাউকে বলিও নাই, ব্যাপারটা আসলেই অনিচ্ছা কৃত ত্রুটি নিশ্চই!
ব্লগার নীরা একজন কঠোর আত্মবিশ্বাসী এবং ভিন্ন ধারার লেখক। সমাজ সচেতন এবং দ্রোহ মূলক লেখনীতে তাঁর লেখা সমৃদ্ধ।
তিন বছরে সেঞ্চুরি! বোঝা যায় পড়াশোনা এবং কর্মক্ষেত্রে তিনি যথেষ্ঠ ব্যস্ত মানুষ।
তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শততম লেখার জন্য অজস্র অভিনন্দন এবং ভালবাসা শুভেচ্ছা🌹🌹🌹🌹
আর ইঞ্জা ভাইজানকে অনেক অনেক কৃতজ্ঞতা অভিবাদন। দেরিতে হলেও এমন শুভেচ্ছা পোষ্ট দিয়ে নীরা সাদিয়াকে শুভেচ্ছা অভিনন্দন জানাবার সুযোগ করে দিলেন বলে।
ধন্যবাদ ভাইজান।
তৌহিদ
এখানে ইচ্ছে অনিচ্ছের কিছু নেই। মন খারাপেরও কিছু নেই। ব্লগে একজন ব্লগারকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট জানানো ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব নয়, তবে কাউকে উৎসাহ দেয়ার জন্য কর্তৃপক্ষ এরকম পোষ্ট লিখতেই পারেন। এটা সবার বুঝতে হবে।
শুভেচ্ছা পোষ্ট লেখা হয় ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে। ব্লগে বিচরণ করতে গিয়ে সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে সহব্লগারদের নিজেদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে বলেই একে অন্যকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট লেখেন তারা। এই আন্তরিকতা একমাত্র একে অন্যের লেখায় মন্তব্য আদানপ্রদান করার মাধ্যমেই বাড়ানো সম্ভব। তাই নিজেদের মধ্যে আন্তরিকতা গড়ে তোলা একান্ত জরুরী।
আশাকরি এ বিষয়টি সবাই বুঝতে পারবেন।
ইঞ্জা
সম্পূর্ণ একমত, অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয় ব্লগারদের উৎসাহিত করার জন্য, ধন্যবাদ ভাই।
ইঞ্জা
আপু নীরা আসলে ওভাবে বলতে চাইনি, সেও একজন ব্লগার, উনারও শুভেচ্ছা পাওয়ার অধিকার আছে, ধন্যবাদ আপু, দোয়া রাখবেন।
নীরা সাদীয়া
ধন্যবাদ বন্যাপু। সবসময় আপনাদেরকে এভাবেই পাশে পাবো, এই প্রত্যাশা।
প্রদীপ চক্রবর্তী
আপুকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
.
দাদার শুভেচ্ছা বার্তা জানিয়ে দিলো নীরা আপু শততম পোস্টে পাড়ি দিয়ে দিয়েছেন।
সাধুবাদ দাদা।
শুভেচ্ছা পোস্ট শেয়ারের জন্য।
ইঞ্জা
ধন্যবাদ অহর্নিশ দাদা।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ দাদা। এভাবেই পাশে থাকবেন, এই প্রত্যাশা।
ইঞ্জা
সবচেয়ে মজার হলো আমরা প্রায় এক সাথেই তিনজন সেঞ্চুরিয়ান পেলাম দাদা, ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
নীরা আপুকে শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।
লেখা চলুক অবিরাম
পড়ে যাব বার বার
করে যাব সুনাম।
আপু আপনার জন্য শুভকামনা ও শুভকামনা রইলো
ইঞ্জা ভাইয়ের জন্য।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ দাদা।
নীরা সাদীয়া
আপনাদের উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যাবে। শুভ কামনা জানবেন।
ইঞ্জা
দাদা আপনি ছন্দে ছন্দে দুলি আনন্দের করে কমেন্ট করলেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রিয় ব্লগারবৃন্দ,
আসুন সবাই মিলে নীরাকে তার শততম পেস্টের জন্য অভিনন্দন জানাই।
আমি সোনেলার সবার পক্ষ থেকে নীরাপুকে জানাই অক্লান্ত অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।
ইঞ্জা
অক্লান্ত ধন্যবাদ ভাই
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনি পরীক্ষিত পুরোন সুহৃদ, সোনেলা আপনার পাশে পাশেই থাকে/আছে।
ব্যস্ততায় আমাদের ও সাথে রাখুন, ভাল থেকে।
ছাইরাছ হেলাল
হ্যা ,মনে আছে প্রায় বছর চারেক আগে আপনি ই তাকে এখানে নিয়ে এসেছিলেন,
তখন লিখতেন নিয়মিত, পড়াশোনা সহ নানান ব্যস্ততায় অনিয়মিত হলেও আবার সময় পেলেই ফিরে ফিরে আসেন।
লিখবেন নিয়মিত এ কামনা সবার সাথে আমার ও। শততম পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
আবার ও আপনাকে ধন্যবাদ, আমাদের এই লেখিকাকে নিয়ে এসেছেন সবার সামনে।
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ ভাইজান।
নীরা সাদীয়া
আপনারা এভাবে মনে রেখেছেন দেখে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভ কামনা জানবেন। পাশে থাকার অনুরোধ রইলো৷
ইঞ্জা
আসলে নীরাপু সংসার, পড়ালেখা, টিচিং সহ সর্বক্ষেত্রেই ব্যস্ত, ফলশ্রুতিতে সোনেলার প্রতি টান থাকলেও উনি কম আসতে পারেন, বোনটির জন্য দোয়া রাখবেন ভাইজান।
অসংখ্য ধন্যবাদ আবারও।
খাদিজাতুল কুবরা
অভিনন্দন নীরা আপুকে।
হ্যাপী ব্লগিং।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপু। শুভ কামনা নিরন্তর।
মাছুম হাবিবী
অভিনন্দন আপু, হ্যাপি ব্লগিং
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানবেন।
ইঞ্জা
ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
সোনেলা ব্লগে শততম পোস্টের জন্য সম্মানিত “নীরা সাদীয়া” দিদিকে শুভেচ্ছা অভিনন্দন! সেইসাথে এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাকরছি।
নীরা সাদীয়া
আপনিও পরিবারসহ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন দাদা। অনেক ধন্যবাদ।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ দাদা
দালান জাহান
congratulations
নীরা সাদীয়া
ধন্যবাদ প্রতিবেশী।
শুভ কামনা নিরন্তর।
নীরা সাদীয়া
ইঞ্জা ভাইয়ের প্রেরণায় এই ব্লগে আমার আগমন। আমাকে এত সুন্দর একটি পরিবারের সাথে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। নানা ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারি না। কিন্তু সবসময়ই মিস করি এই ব্লগকে।
অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
ইঞ্জা
আমরা জানি আপু, আপনি এই ব্লগের প্রতি অসম্ভব টান রাখেন, ফ্রি হয়ে সুযোগ বুঝে লিখুন এই কামনা রইলো।
ধন্যবাদ আপু।
সুরাইয়া নার্গিস
শততম পোষ্টের জন্য অভিনন্দন নীরা সাদিয়া আপুকে।
স্যরি আপু অভিনন্দন জানাতে কিছুটা দেরি হলো ব্যস্তার জন্য।
নীরা আপুর লেখা আমার বেশ ভালো লাগে, আরো ভালো লিখবেন এই দোয়া রইল।
ভালো থ্কবেন আপু।
ইঞ্জা
সত্যি নীরা আপুর তুলনায় হয়না, উনি হলেন ধ্রুপদী লেখিকা, উনি সব ধরণের লেখাতেই পারঙ্গম।
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু।
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন॥।।।।।।
ইঞ্জা
ধন্যবাদ অফুরান।
সাবিনা ইয়াসমিন
শততম পোস্টের জন্যে নীরা সাদীয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন। লেখক জীবন সুন্দর এবং সার্থক হওয়ার পাশাপাশি সার্বিক সাফল্য কামনা করি। 🌹🌹
ইঞ্জা
দোয়া করি যেন নীরাপু আরও বেশি বেশি লিখুক, শুভকামনা।।
ধন্যবাদ প্রিয় আপু।
আরজু মুক্তা
অভিনন্দন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।
লেখনির মাধ্যমে সমাজকে তুলে ধরুন।
শুভকামনা💜
ইঞ্জা
আমার বোনটির জন্য দোয়া করবেন আপু, ধন্যবাদ।