সোনেলায় এলেন এবং জয় করলেন এমনি একজন হলেন আমাদের প্রদীপ চক্রবর্তী। উনার উল্লেখযোগ্য লেখা গুলির মধ্যে উপন্যাস "পর্বত কন্যার ইতিকথা " ও চলমান উপন্যাস "আনন্দপুরের ভূতের কান্ড", ওরে বাবারে বাবা, ভুতের গল্পে আমার আবার এলার্জি আছে।

উনি গত একুশে বইমেলায় উনার " পর্বত কন্যার ইতিকথা " বইটি নিয়ে এসেছিলেন, যা পাঠক মহলে প্রচুর সুনাম কুড়িয়েছে। 

আজ তার শততম পোস্ট ( “আনন্দপুরের ভূতের কাণ্ড” পর্ব-২৬ ) দিয়ে সেঞ্চুরিয়ান ব্লগারদের কাতারে নিয়ে গেলেন নিজেকে, যা সোনেলার ব্লগিং জগতের এক অনন্য মাইল ফলক।

আসুন সবাই মিলে ব্লগার, গল্পকার, উপন্যাসিক, কবি প্রদীপ চক্রবর্তী দাদাকে তার শততম পোস্টের জন্য অভিনন্দন জানাই।

প্রদীপ দাদা, আপনাকে সোনেলা ব্লগের পক্ষ থেকে শততম পোস্টের জন্য  আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

আপনার উত্তরাত্তর সফলতা কামনা করছি, শুভেচ্ছা ও শুভকামনা রইলো, আরও বেশি বেশি লিখুন যেন খুব দ্রুতই আপনার দ্বিশততম পোস্ট দেওয়ার সৌভাগ্য হয় আমাদের। 

  

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ